নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

সরকারের প্রচেষ্টার বাস্তবতা।। বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে আরো দুটি সম্পূর্ণ নতুন বোয়িং উড়োজাহাজ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭





















আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন দুটি বোয়িং-৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ। উড়োজাহাজ দুটির নামকরণ করা হয়েছে আকাশপ্রদীপ ও রাঙাপ্রভাত। এর আগে ২০১২ সালে পালকি ও অরুণ আলো নামে দুটি বোয়িং-৭৭৭-৩০০ ইআর বিমানবহরে যুক্ত হয়। ৪১৯ আসনের নতুন বোয়িং দুটি বহরে যুক্ত হওয়ার পর বিমান ঢাকা-নিউইয়র্ক রুটের ফ্লাইট পুনরায় চালু করতে সমর্থ হবে। প্রসঙ্গত, সিন্ডিকেশন অর্থায়ন ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৫৯ কোটি ডলারে এ দুটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ কেনার চুক্তি করে। গত বছর নভেম্বরে বোয়িং দুটির মূল্যের ২০ শতাংশ বা ১১ কোটি ৮০ লাখ ডলার প্রি-ডেলিভারি পেমেন্ট বাবদ পরিশোধ করে বিমান। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে এ অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে সোনালী ব্যাংক ইউকে শাখার মাধ্যমে অর্থ পরিশোধ করে। বাকি অর্থ যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক বিমানকে ঋণ হিসেবে দেবে। বিমানের হয়ে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংককে সার্বভৌম নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ সরকার। এই দুটি বোয়িং বিমান বহরে যুক্ত হওয়ার ফলে আকাশ পথে বিমানের যে সংকট তা কিছুটা হলেও লাঘব হবে। নাগরিক সুবিধা বাড়াতে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা সর্বস্তরের জনতা স্বাগত জানাতে কখনো ভুল করবে না বলে আমার বিশ্বাস।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.