নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশের প্রতিটি সেক্টরে ডিজিটালের ছোঁয়া পাক এটাই বর্তমান সরকারের অঙ্গীকারের বাস্তবরূপ। সকল নাগরিক পাবে জাতীয় পরিচয়পত্র। বিনামূল্যে দেওয়া হবে স্মার্টকার্ড।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সংশোধন করা হচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন আইন। এত দিন ধরে শুধু ভোটারদেরই দেয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এ ছাড়াও এবার জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ৫ বছর কমিয়ে করা হচ্ছে ১০ বছর। তবে ভবিষ্যতে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় জাতীয় পরিচয়পত্র হিসেবে দেয়া হবে 'স্মার্টকার্ড'। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ১৫ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকায় নাম উঠেছে ৯ কোটি ২২ লাখের মতো মানুষের। ১৮ বছর বা তার বেশি বয়সী এই ভোটারদের সিংহভাগের হাতে পৌঁছেছে লেমিনেশন করা কাগজের তৈরি জাতীয় পরিচয়পত্র। সরকারের বিভিন্ন সেবা নিতে এ পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলকও করা হয়েছে। অথচ দেশের প্রায় সাড়ে পাঁচ কোটি নাগরিক জাতীয় পরিচয়পত্র বঞ্চিত রয়েছে। জাতীয়ভাবে পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা না হলেও এটি নিয়ে প্রায়ই বিপাকে পড়ছেন নাগরিকরা। যদিও মোবাইলের সিম, ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য নিত্যনৈমিত্তিক কাজে লাগছে এই জাতীয় পরিচয়পত্র। ফলে সবার জন্য জাতীয় পরিচয়পত্র করার পরিকল্পনা গ্রহণ করে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। এর অংশ হিসেবে 'জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০' সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছরের পরিবর্তে ১০ বছর করারও প্রস্তাব করা হয়েছে সংশোধিত আইনে। বিদ্যমান জাতীয় পরিচয়পত্র ভোটারদের কাছ থেকে ফেরত নিয়ে বিনামূল্যে প্রথমবারের মতো স্মার্টকার্ড দেয়া হবে সংশ্লিষ্টেদের। প্রথমবার পাওয়ার পর দ্বিতীয় পর্যায়ের জন্য 'একটি ফি' নির্ধারণ করে দেয়া হবে।' আর এভাবেই দেশের প্রতিটি সেক্টরে ডিজিটালের ছোঁয়া পাক এটাই বর্তমান সরকারের অঙ্গীকারের বাস্তবরূপ। দেশের সকল নাগরিকেরও সরকারের কাছে এমনটাই প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.