নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

বন্যাপ্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের ৬৭২০ কোটি টাকার ৯ টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮



জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৬ হাজার ৭২০ কোটি টাকা। প্রকল্প ব্যয়ের পুরোটাই সরকারের তহবিল থেকে মেটানো হবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে একটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১৫৬টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প। বন্যাপ্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় এসব আশ্রয়কেন্দ্র নির্মিত হবে। সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। বরিশাল বিভাগ ব্যতীত দেশের ৬টি বিভাগে ৪৩টি জেলার ১৫৪টি উপজেলা প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। দেশে বিদ্যমান ২৪৮৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ১৫০টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিবেচনায় নতুন আশ্রয় কেন্দ্রসমূহ নির্মাণ করা হচ্ছে। নির্মিতব্য আশ্রয় কেন্দ্রসমূহ সাধারণ মৌসুমে স্কুল/কলেজ/মাদ্রাসা ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হবে। সভায় “৬২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টস স্থাপন” নামের অপর একটি প্রকল্পের সংশোধনী অনুমোদন করা হয়। অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প, সাইপ্রাস ডেভেলপমেন্ট প্রকল্প, বর্ণি বাওড় উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন), কুমিল্লা শহরের শাসনগাছায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প, ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল রেলক্রসিং এর উপর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প, রাজাপুর- কাঁঠালিয়া- আমুয়া- বামনা- পাথরঘাটা সড়কের ৩২তম কিলোমিটারে আমুয়া বিশখালী নদীর উপর ২১৭ দশমিক ৬৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প এবং বৃহত্তর ময়মনসিংহ জেলায় দুটি সড়ক উন্নয়ন প্রকল্প। এ সকল প্রকল্প বাস্তবায়িত হলে জনগণের দুঃখ দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.