![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বর্তমান সরকার রেলবান্ধব সরকার। এ সরকারের আমলে রেলকে আধুনিকায়ন করা হচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে সমস্ত প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে। এ খাতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী যেসব প্রকল্প নিয়েছে, তাতে বিশ্বের উন্নত দেশের মতো সেবা দেয়া সম্ভব। বর্তমান সরকার ট্রেনকে গণপরিবহনে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন রেললাইন স্থাপন, পুরনো লাইন মেরামত, ইঞ্জিন আমদানি ছাড়াও সম্প্রতি চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি এবং ১৮ হাজার ৩১০ কোটি টাকার ৩৮টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালী-লাকসাম-কুমিল্লা রুটে ডেমু ট্রেন সার্ভিস চালু হয়েছে। গতকাল রবিবার সকালে নোয়াখালী রেল স্টেশন থেকে এই ট্রেন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী মজিবুল হক। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল পৌনে ১০টায় নোয়াখালী থেকে কুমিল্লা, দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা থেকে নোয়াখালী ও বিকাল সাড়ে পাঁচটায় নোয়াখালী থেকে কুমিল্লার উদ্দেশ্যে ট্রেন যাতায়াত করবে। এ ট্রেনে ১৫০টি আসন এবং ১৫০টি স্ট্যান্ডবাই টিকেটের ব্যবস্থা রয়েছে। নোয়াখালী থেকে কুমিল্লার ভাড়া ৩৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ধার্য করা হয়েছে। এই ডেমু ট্রেন সার্ভিস চালুর ফলে সড়ক পথে যানজট যেমন কমবে তেমনি ট্রেনে যাত্রী সাধারণ আরামদায়ক ভ্রমনের সুযোগ পাবেন। যোগাযোগ ব্যবস্থায় নতুন নতুন ব্যবস্থা দেশবাসিকে সরকারের প্রতি আত্মবিশ্বাসী করে তুলেছে।
©somewhere in net ltd.