![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, গাড়িতে আগুন ও ভাংচুর করেছে বিএনপির ছত্র ছায়ায় জামায়াত-শিবিরের কর্মীরা। মগবাজার ও যাত্রাবাড়ী এলাকায় দুটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। বিজয়নগর, পল্টন ও যাত্রাবাড়ীতে ঝটিকা মিছিল বের করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে তারা। পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। মগবাজার চৌরাস্তার অদূরে আগোরা সুপার শপের বিপরীতে রাস্তায় পার্কিং করে রাখা কালো রঙের একটি টয়োটা স্প্রিন্টার গাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা। ১৪-১৫ জন যুবক একটি ঝটিকা মিছিল নিয়ে ১টি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পাঁচটি গাড়িতে ভাংচুর চালায়। ১০ থেকে ১৫ জন শিবিরকর্মী মিছিল থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তুরাগ পরিবহন, অনাবিল পরিবহন, একটি মাইক্রোবাস, পাবনা থেকে নারায়ণগঞ্জগামী গাড়িতে ভাংচুর চালায়। বিজয়নগরে ধাওয়া দিলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। প্রাইভেট কারে আগুন দেয়। সংঘর্ষের সময় ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। রাজধানীর নয়াপল্টন এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে সরকারবিরোধী লিফলেট, পোস্টার ও জিহাদি বইসহ তিন শিবিরকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, সরকারবিরোধী লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে সরকারবিরোধী কার্যক্রম চলছে। এদেশের অধিকাংশ আপামর জনগনের জান-মালের নিরাপত্তা মুষ্টিমেয় জামায়াত-শিবির নামক ধর্মান্ধ ব্যক্তিদের দ্বারা বিঘ্নিত হচ্ছে।
©somewhere in net ltd.