![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
রাজধানী ও এর আশপাশের এলাকার সাড়ে ৪ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিদ্যমান বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন করে ১৮টি নতুন সাবষ্টেশন নির্মাণ এবং ৬টি সাবষ্টেশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। এটি বাস্তবায়নে সহযোগিতা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। উদ্যোগটি বাস্তবায়ন হলে ঢাকার উত্তরাংশ, টঙ্গী এবং পূর্বাচল মডেল টাউন এলাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। এ প্রেক্ষিতে পরিকল্পনা কমিশন প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য সুপারিশ করেছে। পাশাপাশি ডেসকো এলাকায় লোডশেডিং হ্রাস পাবে এবং সিস্টেম লস ৮ দশমিক ৪ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নিয়ে আসা হবে। দেশ উন্নয়নে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। বাংলাদেশে বর্তমানে বার্ষিক বিদ্যুতের চাহিদা ৮ থেকে ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারনেই সংযোগ বৃদ্ধি পাচ্ছে।
©somewhere in net ltd.