নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

ফাইলেরিয়া নির্মূল কার্যক্রম বাস্তবায়িত করতে সরকারের কঠোর পদক্ষেপ। ২০১৫ সালের মধ্যে ফাইলেরিয়া নির্মূল করা সম্ভব হবে।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯

ফাইলেরিয়া মশাবাহিত একটি সংক্রামক রোগ। এ রোগে আক্রান্তদের প্রথম দিকে তেমন কোনও লক্ষণ না দেখা গেলেও ক্রমশ হাত-পা, অন্তকোষ, যৌনাঙ্গ, স্তন ফুলে যেতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তি বিকলাঙ্গ হয়ে যায় এবং দুর্বিসহ জীবনযাপন করে। তবে এ রোগটি নির্মূল করা সম্ভব। আগামী ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ হতে ফাইলেরিয়া নির্মূল করা সম্ভব হবে, বললেন স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফাইলেরিয়া নির্মূল কার্যক্রম বাস্তবায়িত করতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে ফাইলেরিয়া অধ্যুষিত এলাকায় সংক্রমণের হাত আশাব্যঞ্জক হারে হ্রাস পাচ্ছে। চলতি বছরে আরও ৫টি জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও ঝালকাঠিতে প্রাথমিকভাবে ফাইলেরিয়াসিস নির্মূলের লক্ষ্যে গণওষুধ সেবা বন্ধ হতে চলছে। বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আওয়াতাধীন স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে ২০০১ সাল থেকে ফাইলেরিয়া সিস নির্মূল কর্মসূচি গ্রহণ করেছে। অধ্যুষিত এলাকার সকল জনগণকে বয়স অনুপাতে বছরে একবার করে পরপর ৫ বছর ওষুধ খাওয়ানোর কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। ফলে ২০১১ সালে বাংলাদেশের এ ৫টি জেলায় প্রাথমিকভাবে ফাইলেরিয়া নির্মূল হয়েছে। জেলাগুলো হচ্ছে- মেহেরপুর, রাজশাহী, দিনাজপুর, পটুয়াখালী ও বরগুনা। একমাত্র সচেতনতাই পারে বাংলাদেশ থেকে চিরতরে ফাইলেরিয়া নির্মূল করতে। এজন্য নিজেও সচেতন হোন এবং অন্যকেও সচেতন করুন এবং ক্রিমি মুক্ত থাকুন। এছাড়া আমাদের বসতবাড়ির আশে পাশের ঝোপ ঝাড়, গর্ত, ডোবা, খাল, মাজা পুকুর ইত্যাদি বন্ধ করতে হবে। রাতে ঘুমানোর সময় মশারী টাঙ্গিয়ে ঘুমাতে হবে। প্রয়োজনে ঘরের ভিতর কীটনাশক ওষুধ ছিটিয়ে মশাকে নিয়ন্ত্রণ করতে হবে। এতে করে শুধু ফাইলেরিয়াই নয় মশাবাহিত অন্যান্য রোগও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.