![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
কৃষি উৎপাদন বৃদ্ধিতে মহাজোট সরকার সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। অতীতে কোন সরকারের আমলে এ রকম অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়নি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর পরই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কৌশল হিসেবে দেশীয় উৎপাদন বাড়ানোর প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করে। মহাজোট সরকার ক্ষমতায় এসে কৃষি উৎপাদন বাড়াতে এ পর্যন্ত তিন দফা সারের দাম কমিয়ে আনা, ভাল বীজ সহজলভ্য করা, ডিজেলের মূল্যে কৃষককে ভর্তুকী দেয়া, ব্যাংক ঋণ সহজ করাসহ কৃষিতে ভর্তুকী বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এতে কৃষকরা ফসল উৎপাদনে উৎসাহী হয়েছে। ফলে সকল মৌসুমে প্রধান ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রথম দুই বছরেই কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির হার শতকরা তিন দশমিক ৫৭ (৩.৫৭%) থেকে চার দশমিক ৪৭ (৪.৪৭%) এ উন্নীত হয়েছে। বর্তমান সরকারের আমলে কৃষিখাতের গবেষণাতেও চমকপ্রদ সাফল্য এসেছে। বাংলাদেশের বিজ্ঞানীরা সোনালী আঁশ পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন। গবেষণা খাতে বাংলাদেশ এখন একটি গর্বের নাম। বিশ্বের যে কোনো জায়গায় পাটের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথেই উচ্চারিত হয় বাংলাদেশের নাম। কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (FAO) ‘সেরেস’ পদকে ভূষিত করেন।
©somewhere in net ltd.