![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
সর্বনিম্ন খরচে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বিশ্বের পাঁচটি করিডোরের মধ্যে বাংলাদেশের স্থান প্রথম। বাংলাদেশে প্রবাসী আয়ের সফলতা এবং বাংলাদেশ সরকারের গৃহীত নীতি-পদক্ষেপের পাশাপাশি দেশের অর্থনৈতিক তথা আর্থিক স্থিতিশীলতার উপর দীর্ঘস্থায়ী প্রবাসী আয়ের প্রভাব অপরিসীম। স্বল্প খরচে রেমিটেন্স আহরণ ও বিতরণে ব্যাংক শাখা ছাড়াও মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য সুবিধা যেমন স্মার্ট কার্ড, ড্রইং এরেঞ্জমেন্ট, এক্সচেঞ্জ হাউস, ক্ষুদ্রঋণ সংস্থা, ডাকঘর ও আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশ সরকারেরই। বাংলাদেশে গৃহীত নানাবিধ সহায়ক কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন পৃথিবীতে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে সর্বনিম্ন খরচের পাঁচটি করিডোর-এর মধ্যে ১ম স্থানে রয়েছে । সিঙ্গাপুর-বাংলাদেশ করিডোরটি বিশ্বের সবচেয়ে স্বল্প খরচবিশিষ্ট করিডোর। সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ এখন পৃথিবীতে সপ্তম স্থানে রয়েছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের ফলেই এ রেমিটেন্সের পরিমাণ বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের শতকরা ১১ ভাগ। আমাদের রেমিটেন্স বৃদ্ধির প্রভাবে ভোগের তুলনায় বিনিয়োগ অধিক পরিমাণে বাড়ছে, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ।
©somewhere in net ltd.