![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
কক্সবাজারের সোনাদিয়ায় ডিপ সীপোর্ট নির্মিত হলে তা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত অঙ্গরাজ্য, মিয়ানমারের আরাকান রাজ্য ও চীনের কুনমিং পর্যন্ত বিশাল অঞ্চল পর্যন্ত ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উপযোগী হবে। গভীর সমুদ্রবন্দর নির্মাণের ক্ষেত্রে রটের্ডেম ডিপ সীপোর্ট একটি উৎকৃষ্ট মডেল হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে ডাচ কোম্পানি গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও পরিচালনায় সমাদৃত। বর্তমান উন্নয়নের ধারায় সমুদ্র বাণিজ্য ২০২০ সালের মধ্যে ৭ থেকে ৮ কোটি টনে উন্নীত হবে যা চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করেও হ্যান্ডেল করা সম্ভব হবে না। অপরদিকে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ, চীনের কুনমিং ও মিয়ানমারের আরাকান রাজ্যসহ এ অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর সবচেয়ে উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে। এ বন্দর নির্মাণ করা সম্ভব হলে বাংলাদেশের প্রবৃদ্ধি ২ শতাংশের অধিক বৃদ্ধিসহ অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।
©somewhere in net ltd.