![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
তথ্যপ্রযুক্তি (আইটি) সেবা প্রতিষ্ঠানে চাকরি প্রদানের লক্ষ্যে সরকার ৩৪ হাজার দক্ষ আইটি কর্মী গড়ে তুলবে। এক্ষেত্রে দেশের শিক্ষিত তরুণ-তরণীকে বিশ্বমানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এ সকল আইটি কর্মী গ্রহণ করা হবে। এর মধ্যে অন্তত ৩০ শতাংশ নারী কর্মী থাকবে। ৩৪ হাজার দক্ষ আইটি কর্মী গড়ে তোলার জন্য সরকার ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এ্যান্ড গবর্নেন্স প্রকল্পের অধীনে (এলআইসিটি) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ৩৪ হাজার শিক্ষিত তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটার প্রকৌশলে স্নাতকধারী এবং বিজ্ঞান ও বাণিজ্যে স্নাতকধারীদের উচ্চতর পর্যায়ে প্রশিক্ষণের ব্যাপক সুযোগ রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পাশ যাদের ইংরেজীতে দক্ষতা রয়েছে তাদের জন্যও কিছু প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে। পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পে বিশ্বব্যাংক সাত কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে। চলতি বছর থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে ৩৪ হাজার প্রত্যক্ষ চাকরি ও এক লাখ ২০ হাজার অপ্রত্যক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও সরকারী কার্যক্রম পরিচালনা ও শাসনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ই-গভর্মেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য কাজ করবে এ প্রকল্প। দেশে এরই মধ্যে অনেক ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। সরকার এসব ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) পেশাজীবী হিসেবে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করেছে। ফলে দেশ একদিকে যেমন তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাবে তেমনি অর্থনৈতিক দিক দিয়েও হবে স্বাবলম্বী।
©somewhere in net ltd.