নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

উন্নত বিশ্বের মত বাংলাদেশের সড়ক পথের বিআরটিসি বাসেও চালু হতে যাচ্ছে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবস্থা। অধিকাংশ যাত্রীই এ সুবিধা ভোগ করতে পারবে

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির ২০টি বাসে ওয়াই-ফাই ইন্টারনেট চালু হচ্ছে। আজ ফার্মগেট এলাকায় এই ওয়াই-ফাই ইন্টারনেট কার্যক্রমের উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এই কার্যক্রমে সহায়তা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)। এই কার্যক্রমে দেশের রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের থ্রিজি ইন্টারনেট ব্যবহার করা হবে। মোট ২০টি বাসের প্রতিটি বাসে মোট চারটি ওয়াই-ফাই রাউটার ব্যবহার করা হবে। আর প্রত্যেক বাসের ৪০ জন যাত্রী অনায়াসেই ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। তবে বাসে স্টিকারের মাধ্যমে লোগো বারকোড ব্যবহার করে এই সুবিধা পাবে যাত্রীরা। এই ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধার পাশাপাশি ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তির ব্যবহার করা হবে। এতে করে যাত্রীরা বাসটি কোথায় আছে তা জানতে পারবে বাসায় বসেই। প্রতিনিয়ত বাড়ছে স্মার্ট ডিভাইস ব্যবহারকারী। যে বাসে এই সুবিধা দেওয়া হচ্ছে জরিপ করে দেখা গেছে, যাত্রীদের প্রায় ১০ শতাংশই স্মার্ট ডিভাইস ব্যবহার করেন। যেমন স্মার্টফোন, ট্যাবলেট পিসি, ল্যাপটপ। এই ব্যবহারকারীর সংখ্যা আরো বাড়বে এবং তাদের জন্য বেশ উপকারী হবে বলে মনে করছে এটুআই কর্তৃপক্ষ। এই বাসগুলোতে ইন্টারনেট সুবিধার পাশাপাশি ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তিরও ব্যবহার থাকবে। ফলে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে গ্রাহক ঘরে বসেই দেখতে পাবেন তিনি যে বাসের জন্য অপেক্ষা করছেন সেটি কতদূর। খুব শিগগিরই এর কাজ শেষ হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ এগিয়ে চলুক এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.