![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
এই বছরের শেষভাগে ভোটারদের কাছে বিনামূল্যে আধুনিক প্রযুক্তির তথ্যসমৃদ্ধ জাতীয় পরিচয়পত্র পৌঁছাতে চায় নির্বাচন কমিশন। টেকসই ও সুন্দর অবয়বে এ কার্ড বহুমুখী ব্যবহারযোগ্য হওয়ায় তা সাধারণভাবে স্মার্টকার্ড হিসেবেই বিবেচিত হবে। বর্তমানে এক পৃষ্ঠায় নাম, পিতা ও মাতার নাম, জন্মতারিখ ও আইডি নম্বর এবং অন্য পৃষ্ঠায় ঠিকানা সম্বলিত লেমিনেটিং করা কার্ড পাচ্ছেন ভোটাররা। বিশ্ব ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তির পর দুই বছর পার হলেও আইনবিধি না থাকায় স্মার্টকার্ড দেয়ার কাজ শুরু করতে দেরি হয়। এ বছরের অক্টোবরের দিকে স্মার্টকার্ড সদৃশ নতুন জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরুর পরিকল্পনা বর্তমান সরকারের। প্রথম পর্ব শুরুর পর পর্যায়ক্রমে দেশের সব স্থানে তা শেষ করার পরিকল্পনাও রয়েছে। অন্যান্য দেশের সঙ্গে মানের সমন্বয় রেখে দীর্ঘমেয়াদি ও ভোটারদের তথ্য আরো সুনিশ্চিত করতে ভালো প্রযুক্তি ব্যবহার হবে এ কার্ড তৈরিতে। জালিয়াতি রোধ, যন্ত্রে পাঠযোগ্য ও দেখতে সুন্দর হবে এ স্মার্টকার্ড। দেশে তৈরি এ কার্ডের প্রাথমিক ব্যয় হবে অন্তত দুই ডলার বা তার সামান্য বেশি। কার্ডের মেয়াদ অন্তত ১০ বছর হবে। প্রথমবার বিনামূল্যে বিতরণ করা হবে। জনগণের জীবন যাপনের মান উন্নয়নে সরকারের এ যুগোপযোগী পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।
©somewhere in net ltd.