নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশীয় কাঁচামালের ব্যবহার, দক্ষ জনশক্তি ও উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে রপ্তানি আয় বাড়ছে ফার্নিচার শিল্পে

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯

দেশের ফার্নিচার শিল্পের উদ্যোক্তারা পণ্যের মান ও নকশার উন্নয়ন করে এ খাতের উৎকর্ষ সাধন করেছেন। ফলে প্রতিবছরই রপ্তানি আয় বাড়ছে। চলতি অর্থবছরের গত আট মাসে এ খাতে রপ্তানি আয় হয়েছে ১০ দশমিক ৯ মিলিয়ন ইউএস ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২.৪০ শতাংশ বেশি। এ ছাড়া ২০১২-১৩ অর্থবছরে দেশের রপ্তানি থেকে আয় হয়েছে ৩১ দশমিক ৪১ মিলিয়ন ডলার। এই আয় এর আগের বছরের তুলনায় ১৪.৭৪ শতাংশ বেশি। নব্বইয়ের দশকের দিকে দেশের ফার্নিচার বাজার চীনের দখলে চলে গেলেও বর্তমানে এই শিল্পের উদ্যোক্তারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছেন। দেশের ফার্নিচার শিল্পে ডিজাইন, ফিনিশিংয়েও আমূল পরিবর্তন এসেছে। এ ছাড়া বিদেশি ফার্নিচারের চেয়ে তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়া যায় বলে এটা ক্রয়ক্ষমতার মধ্যে। দেশীয় কাঁচামালের ব্যবহার এবং দক্ষ জনশক্তির সঙ্গে আমরা উন্নত প্রযুক্তি, সঠিক ও যুগোপযোগী প্রশিক্ষণ এবং বাজারের চাহিদা অনুযায়ী ডিজাইনের সংমিশ্রণ ঘটাতে পারলে বিদেশে এই শিল্পের বাজার সম্প্রাসারণ করা সম্ভব। দেশীয় ফার্নিচারের প্রচার এবং ক্রেতাদের ফর্নিচার পণ্যের মান সম্পর্কে অবহিত করতে পারলে এর ব্যাপক প্রসার ঘটবে। এই ফার্নিচার শিল্প দিন দিন আরও বিকশিত হোক এবং বিশ্ব বাজারে বাংলাদেশের সুনাম অক্ষত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করুক এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.