![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতে কর্মরত তরুণদের পেশাগত দক্ষতা বাড়াতে সরকারের বিভিন্ন প্রকল্পে মোট ৩৫ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশে কর্মরত সাড়ে ১২ লাখ তরুণের দক্ষতা বৃদ্ধি করে উন্নত কর্মসংস্থান ও চাহিদা উপযোগী জনশক্তি হিসেবে গড়ে তুলতে এই ঋণ মঞ্জুর করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের তরুণদের কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষা দেয়া হলে তারা আরো উন্নত কাজ যোগাড় করতে পারবে এবং বাংলাদেশের অর্থনীতিও বর্তমান অবস্থান থেকে উচ্চতর ধাপে পৌঁছাবে। মূলত ১৫টি খাতের প্রতিষ্ঠানগুলোর কর্মীদের দক্ষতা বাড়াতে এডিবির এই ঋণ ব্যবহার করা হবে, যার মধ্যে শুরুতেই থাকবে তৈরি পোশাক, টেক্সটাইল, চামড়া, অবকাঠামো, হালকা প্রকৌশল, তথ্য-প্রযুক্তি ও জাহাজ নির্মাণ খাত। বর্তমানে দক্ষতা বৃদ্ধির এই প্রকল্পগুলো মোট কর্মসংস্থানের মাত্র ২০ শতাংশের চাহিদা মেটাতে পারবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল ২০১১ সাল থেকে কাজ করে যাচ্ছে। ২০১০ সালে বাংলাদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ কোটি ৬৭ লাখ কর্মী কাজ করতেন, যার সংখ্যা ২০২৫ সালের মধ্যে ৭ কোটি ৮০ লাখে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের কর্মীদের দক্ষতা বাড়াতে গুণগত মান সম্পন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে সত্বর বিনিয়োগের প্রয়োজন রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অন্তত আরো চারগুণ বাড়ানো উচিত। এরই ধারাবাহিকতায় এশীয় উন্নয়ন ব্যাংক সরকারের বিভিন্ন প্রকল্পে মোট ৩৫ কোটি ডলার ঋণ দেয়ার আশ্বাস দিয়েছেন।
©somewhere in net ltd.