![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
গভীর সমুদ্রবন্দর ও এলএনজি টার্মিনাল নির্মাণে সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস। শীঘ্রই এসব বিষয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। নেদারল্যান্ডস বাংলাদেশে নির্দিষ্ট প্রোগ্রামে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। এর অংশ হিসেবে নেদারল্যান্ডস বাংলাদেশে ৫০ বছর মেয়াদী ডেলটা প্ল্যান কার্যক্রমে সহায়তা দিচ্ছে। নদী ব্যবস্থাপনা ও নদী শাসন কার্যক্রমে নেদারল্যান্ডস আরও সহযোগিতা দিতে প্রস্তুত। নেদারল্যান্ডস গভীর সমুদ্রবন্দর ও এলএনজি টার্মিনাল তৈরিতে আর্থিক এবং কারিগরি সহায়তা দিতে আগ্রহী হয়েছে। বর্তমানে নেদারল্যান্ডস বাংলাদেশে ৫০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দিচ্ছে। এ সহায়তা নেদারল্যান্ডস বৃদ্ধি করতে আগ্রহী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হলে ডেলটা প্ল্যান কার্যক্রম আমাদের জন্য কার্যকর হবে। এর ফলে উপকূলীয় অঞ্চলে ভূমি উদ্ধারসহ পানি ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও মৎস্য চাষে প্রাণ ফিরে আসবে। আগামী ৫০ বছরকে সামনে রেখে এ ডেলটা প্ল্যান প্রণয়ন করা হবে। নদী খনন কার্যক্রমে নেদারল্যান্ডসের সাহায্য অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে নদী খননের মাধ্যমে উদ্ধারকৃত মাটি দিয়ে দুতীর বেঁধে এক তীর দিয়ে যোগাযোগের জন্য প্রয়োজনীয় রাস্তা-ঘাট তৈরি, অপর তীরে অর্থনৈতিক জোন তৈরি করবে সরকার। সরকারের সাথে দুদেশের সুসম্পর্ক থাকার ফলে এসব সম্ভব হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
©somewhere in net ltd.