![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
আগামী বছরের শুরুতেই আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজ শুরু হচ্ছে। তবে এর আগে এ বছরের আগস্ট ও সেপ্টেম্বরে ঢাকায় দুই দেশের শীর্ষ পর্যায়ে আরো আলোচনা হবে। কাজ শুরুর আড়াই বছরের মধ্যেই শেষ হবে। ১৫ কিলোমিটার রেললাইন স্থাপনে ২৫৬ কোটি ব্যয় করবে ভারত। বাংলাদেশ রেলওয়ের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতের প্রতিনিধি দলের সঙ্গে উক্ত প্রকল্প নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সেখানে মূলত ভারতের অংশের রেললাইন নির্মাণ নিয়েই বেশি আলোচনা হয়। শিগগিরই বাংলাদেশ অংশে জমি অধিগ্রহণ শুরু হবে। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত মোট ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫৬ কোটি টাকা, যার পুরোটাই বহন করবে ভারত সরকার। এর মধ্যে ভারত অংশে পাঁচ কিলোমিটার ও বাংলাদেশ অংশে ১০ কিলোমিটার। মোট চারটি স্টেশন হবে ওই ১৫ কিলোমিটারের মধ্যে। ভারতের সীমান্তে হবে নিশ্চিন্তপুর স্টেশন। বাংলাদেশ সীমান্তে হবে গঙ্গাসাগর স্টেশন। আপাতত মিটারগেজ রেললাইন স্থাপন করা হবে। তবে ব্রডগেজের সুবিধাও রাখা হবে। ইরকন নামে ভারতের একটি প্রতিষ্ঠান রেললাইন নির্মাণের কাজ করবে। এ রেলপথ নির্মাণের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়বে। চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে আগরতলা যাওয়া-আসা যাবে। ফেনী নদীকে ব্যবহার করে ভারতের বিভিন্ন অংশ থেকে ত্রিপুরায় পণ্য আনা-নেওয়ায় অনেক সুবিধা হবে বলে মনে করেন দুই দেশের বিশেষজ্ঞরা।
©somewhere in net ltd.