![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
গর্ভবতী মহিলাদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের বাস্তবায়ন শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের প্রতিটি হাসপাতাল ও সংশ্লিষ্ট সকলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে একটি জরুরী নির্দেশনা প্রেরণ করা হয়েছে। এখন থেকে মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালে গর্ভবতী মহিলাদের আনা-নেয়ার জন্য বিনা টাকায় এ্যাম্বুলেন্স সার্ভিস দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমান সরকারের আন্তরিক উদ্যোগে জরুরী ভিত্তিতে এ সেবা কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। দেশে মাতৃমৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার কমানো এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা বৃদ্ধি করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য গর্ভবতী/প্রসূতি মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায় গর্ভবতী/প্রসূতি মহিলাদের আনা-নেয়ার জন্য এ্যাম্বুলেন্স ভাড়া নির্দেশক্রমে ফ্রি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গর্ভবতী/ প্রসূতি মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে আনা-নেয়ার জন্য এ্যাম্বুলেন্স ভাড়া না নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। দেশে মাতৃ ও শিশুমৃত্যুর হার অনেক হ্রাস পেয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য সরকারীভাবে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রম মাতৃ ও শিশুমৃত্যুর হ্রাস করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
©somewhere in net ltd.