![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
নিরাপত্তা বাড়াতে দেশের বিভিন্ন নগরীতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। অপহরণ-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। দিনে দুপুরে কয়েকটি অপহরনের ঘটনা ঘটার পর, সাত খুনের আতঙ্কের নগরী খ্যাতে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে এসব ক্যামেরা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখবে বর্তমান সরকার। মহাসড়কে চুরি-ডাকাতি, অপহরন, ছিনতাই নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ উদ্যেগ। ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ঢাকা- নারায়গঞ্জ সাইনবোর্ড মোড়ে বসানো হয়েছে এসব সিসি ক্যামেরা। মহাসড়কের নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নিয়াছে বর্তমান সরকার। বিশেষ করে ঈদে মহাসড়কে দিয়ে চলাচলকারী যাত্রীরা যাতে ছিনতাইকারী বা ডাকাতের কবলে না পরে সেজন্যই এটি করা। নারায়ণগঞ্জ শহরের ভেতরে ইতোমধ্যে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে, সাইনবোর্ড এলাকাতেও ১৬টি ক্যামেরা বসানো হবে। ঈদের সময় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে অনেক দুর্ঘটনা ঘটে। এসব ঠেকাতেই নেওয়া হয়েছে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নানা অনিয়ম হয় এগুলো যাতে নিয়ন্ত্রণে আনা যায় এসব বিষয়ও আমলে নেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে সিসি ক্যামেরা বসানো হলেও আমাদের টার্গেট থাকবে সারা বছরই যাতে এসব সড়ক ক্যামেরা নিয়ন্ত্রিত থাকবে।
©somewhere in net ltd.