নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

রাজধানীর পাশেই আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার নির্মাণ করতে যাচ্ছে সরকার

২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭





প্রায় দেড়’শ বিঘা জমির ওপর একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার নির্মাণ করতে যাচ্ছে সরকার। রাজধানী ঢাকার আশপাশ বিশেষ করে পদ্মা সেতুর কাছে কনভেনশন সেন্টার নির্মাণ করার পরিকল্পনা নেয়া হচ্ছে। এজন্য ঢাকা-দোহার রোডের আশপাশে জায়গা খোঁজা হচ্ছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে নির্মিত এই কনভেনশন সেন্টারে প্রায় দুই’শ অফিসসহ দুটি বড় হলরুম থাকবে। পাঁচ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন এ দুটি হলরুমে একসঙ্গে ১০ হাজার লোকের সমাগম ঘটানো যাবে। এছাড়াও এক্সিবিশন হলরুম, ছোট কয়েকটি হলরুমের পাশাপাশি এখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরও একটি করে দফতর থাকবে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পূর্ত মন্ত্রণালয়ের সচিবকে এ কমিটির প্রধান করা হয়েছে। এছাড়াও বাণিজ্য, রেলপথ ও সড়ক বিভাগের সচিব এবং রাজউক চেয়ারম্যান, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলার ডিসি এ কমিটিতে থাকছেন। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তারপর কাজ শুরু হবে। দুই বছরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছেন বর্তমান সরকার। কনভেনশন সেন্টারটি নির্মাণে এক থেকে দেড় শ’ বিঘা জমির প্রয়োজন। এজন্য ঢাকার আশপাশের তিনটি স্থানের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। ঢাকার আশপাশে যেখানে এই কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে তার কাছাকাছি এলাকায় বিমানবন্দর, রেল যোগাযোগ ও উড়াল সড়কসহ সব ধরনের যোগাযোগের ব্যবস্থা থাকবে। বাংলাদেশ সম্প্রতি নানা কারণেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। কিছু কিছু দেশ এখানে কনভেনশন করতে আসতে চাচ্ছে। সেসব দিক বিবেচনা করেই এই উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.