![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেনি, কিন্তু সীমাবদ্ধ হয়েছে ক্রেতার সংখ্যা। এটাই ভাবিয়ে তুলেছে বাংলাদেশ সরকারকে। রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক খাতের ওপর যে নজরদারি তাতে করে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়তে পারেন। কিন্তু বাংলাদেশ সরকার এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে নারাজ। এই জন্যে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর আগুন ও স্থাপনাবিষয়ক নিরাপত্তার মান ভালো অবস্থানে নিয়ে আসতে ১৫ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ১৫৫ কোটি টাকা খরচ করবে বাংলাদেশ সরকার। সরকারের এই পদক্ষেপে আগুন ও স্থাপনাবিষয়ক নিরাপত্তার মান উন্নয়নে বাংলাদেশে পোশাক কারখানায় বিভিন্ন সারঞ্জম স্থাপনে সময় লাগবে মাত্র দেড় বছর। তাছাড়া বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় মান নিয়ন্ত্রণের জন্য কারখানায় ট্রেড ইউনিয়নের লাইসেন্স নিতে বাধ্য করছে বর্তমান সরকার। তাছাড়া ভবনের কাঠামোয় ত্রুটি থাকায় ইতোমধ্যে বাংলাদেশে ১০টি কারখানা পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ করেছে বর্তমান সরকার। এতে করে শ্রমিকদের অধিকার রক্ষিত হবে এবং মালিকপক্ষকে অন্তত কোন কোন ক্ষেত্রে বাধার মুখে পড়তে হতে পারে। হবে সক্রিয় পোশাক কারখানা, উন্নত হবে বাংলাদেশ।
©somewhere in net ltd.