![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
রেলখাত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ১০০ মিলিয়ন ডলারের সহায়তায় বাংলাদেশ রেলওয়ের প্রধান লাইন নেটওয়ার্কের রেল পরিবহন ক্ষমতা বৃদ্ধি এবং ১৫০টি যাত্রীবাহী কোচ কেনা হবে। এর মধ্যে ১০০টি মিটার গেজ এবং ৫০টি ব্রড গেজ কোচ। রেলখাতে উন্নয়নের জন্য আরো ১০০ কোটি মিলিয়নের একটি ঋণচুক্তি হবে বুধবার। এই অর্থ দিয়ে ১৫০টি কোচ কেনা হবে। ৪৩০ মিলিয়ন ডলারের মধ্যে ২৮০ মিলিয়ন ঋণচুক্তি সই হয়েছে, বাকি ৫০ মিলিয়ন ডলার ঋণ চলতি বছরের শেষের দিকে পাওয়া যাবে। রেলওয়ে সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের মোট ব্যয় ১৪১ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এডিবি দেবে ১০০ মিলিয়ন ডলার এবং সরকারি খাত থেকে ৪১ দশমিক ৬১ মিলিয়ন ডলার অর্থ মেটানো হবে। অর্ডিনারি ক্যাপিটেল রিসোর্সেস (ওসিআর) ঋণটি এডিবি’র শর্তাবলী সম্বলিত লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট (এলআইবিওআর) ভিত্তিক। যা ৫ বছরের গ্রেস
পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নতি এবং সংস্কারের লক্ষ্যে ৭ সেপ্টেম্বর এডিবি’র সঙ্গে ৪৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি রেলওয়ের ফ্রেমওয়ার্ক ফিন্যান্সিং চুক্তি (এফএফএ) স্বাক্ষরিত হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে ২৮০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে, তৃতীয় কিস্তিতে বুধবার ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। এছাড়া চলতি বছরের শেষের দিকে সংস্থাটি আরো ৫০ মিলিয়ন ঋণ প্রদান করবে। এফএফএ শর্ত অনুযায়ী পর্যায়ক্রমে টঙ্গী থেকে সিগনালিংসহ ভৈরব বাজার পর্যন্ত ডাবল লাইন ট্রাক নির্মাণ, দর্শনা-ঈশ্বরদী সিরাজগঞ্জ বাজার সেকশনের ভিন্ন ভিন্ন স্টেশনেন ইয়ার্ডের পুনর্বাসন এবং লুপ সম্প্রসারণ, টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন ট্রাক প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন, ঈশ্বরদী-দর্শনার মধ্যে ১১টি স্টেশনের সিগনালিং ব্যবস্থার উন্নতি সাধন করা, পরামর্শক সেবার তত্ত্বাবধায়ন করা প্রকল্পগুলো বাস্তবায়নাধীন রয়েছে।
©somewhere in net ltd.