![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
স্বাস্থ্য সেক্টরে জনবল বাড়াতে এবং অবকাঠামো আরও মজবুত করতে সরকারের নানা কর্মসূচী বাস্তবায়নাধীন। এই বাস্তবায়নাধীন নানা কর্মসূচী আরও উন্নয়ন করতে বর্তমান সরকারের নির্দেশে আরও ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। তাছাড়া শিশুদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী, বরিশাল ও সিলেটে শিশু হাসপাতাল নির্মাণের কাজ চলছে। একইসঙ্গে ঢাকায় আরও কয়েকটি এবং প্রতিটি বিভাগেই শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। দেশে স্নাতকোত্তর নার্সিং শিক্ষার জন্য প্রতিষ্ঠা করা হবে একটি উচ্চতর ইনস্টিটিউশন। স্বাস্থ্য সেক্টরে বর্তমান সরকার ৭ হাজার ডাক্তার, সহকারী ডাক্তার নিয়োগ ও আর নার্সের জন্য মাত্র ৫ হাজার পদ সৃষ্টি করেছে। তাছাড়া নার্সিং পেশার মর্যাদা বাড়াতে এ পদগুলোকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীত করনের পাশাপাশি উচ্চতর প্রশিক্ষণ ও ডিগ্রীর জন্য বিদেশে নার্স পাঠানোর সুযোগ করেছে বর্তমান সরকার। তাছাড়া সরকারের লক্ষ্য আছে প্রতিটি জেলায় জেলায় নার্সিং ইনস্টিটিউট তৈরি করার। গত পাঁচটি বিসিএস পরীক্ষার মাধ্যমে ২ হাজার ৪৪০ জন সহকারী সার্জন নিয়োগ এবং ১৯৬ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হয়েছে। অস্থায়ী (এডহক) ভিত্তিতে ৪ হাজার ১৩৩ জন সহকারী সার্জন নিয়োগ দেয়া হয়েছে। ৩৩তম বিসিএসের মাধ্যমে নিয়োগকৃত ৬ হাজার ২২১ জন সহকারী সার্জন যোগদান করবে তাদের কর্মস্থলে। আর এখন স্বাস্থ্য সেক্টরে যোগ হবে আরও ১০ হাজার নার্স। আমাদের জানা উচিত সারা পৃথিবীতেই নার্সরা শুধু রোগীর সেবা করে না, আসলে তারা পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট তৈরি করে ডাক্তারদের দেয়, তারপর ডাক্তাররা পরীক্ষা করে। আমরা সাধারণ জনগণ আশা করি দেশ উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে স্বাস্থ্য সেক্টরে নার্সিং পেশার গুরুত্বরোপে আরও ১০ হাজার নার্স নিয়োগে আমাদের দেশে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থায় পরিণত হবে।
©somewhere in net ltd.