![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বাংলাদেশের ভিতরে ভারতের দাসিয়ারছড়া ছিটমহল, দাসিয়ারছড়া ছিটমহলের ভিতরে আবার বাংলাদেশের আরেকটি ছিটমহল চন্দ্রপাড়া, যেখানে বাস করছে বাংলাদেশের ৬৬ পরিবারের ৩৩৩ জন জনগণ। তাদেরকে ভারতীয় ভূখন্ড ব্যবহার করে আসতে হয়, আবার দাসিয়ারপাড়ার মানুষকে ভারতে যেতে হলে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করতে হয়। নিজ দেশে পরবাসী তারা সবাই। যেখানে বাস, সেখানে নেই তাদের কোন অধিকার, আবার অধিকার যেখানে সেখানে যাওয়া প্রায় দুষ্কর। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৪ হাজার ২৬৮ একর ভূমি নিয়ে আছে দুই দেশের এরকম মোট ১৬২টি ছিটমহল। তার মধ্যে ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৫৮ একর। বাংলাদেশের ৫১টি ছিটমহলের জমির পরিমাণ ৭ হাজার ১১০ একর। ভারতীয় ছিটমহলগুলোর অধিকাংশই রয়েছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। এ সবের মধ্যে লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি ও নীলফামারিতে চারটি ভারতীয় ছিটমহল রয়েছে। অপরদিকে বাংলাদেশের ৫১টি ছিটমহলের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এর মধ্যে ৪৭টি কুচবিহার ও চারটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। আগামী ডিসেম্বরের মধ্যে ভারত স্থলচুক্তি করতে চায় বাংলাদেশের সাথে। এ চুক্তি হলে ছিটমহলের বাসিন্দাদের ৬৬ বছরের সমস্যার সমাধান ঘটবে, অধিকার নিয়ে বাঁচবে তারা নিজ দেশে, নিজ ভূমিতে।
©somewhere in net ltd.