![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
(২৯) সশস্ত্র বাহিনীর আধুনিকায়নঃ
বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সমূহকে অতীতের যেকোন সময়ের চেয়ে বেশী আধুনিক করেছে বর্তমান সরকার। সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা পৃথিবীর বিভিন্ন দেশে উন্নতর প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে সকারের ঐকান্তিক প্রচেষ্টায়। বাংলাদেশ নৌ বাহিনী ইতিমধ্যে ত্রি-মাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে, আমাদের বিশাল সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় যা একান্তই প্রয়োজন। বর্তমান সরকার রাশিয়ার সাথে আধুনিক অস্ত্র ও সাবমেরিন সংগ্রহের জন্য দীর্ঘ মেয়াদী চুক্তি করেছে। যা আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতিসংঘ শান্তি মিশনে সফলভাবে দায়িত্ব পালনে যথেষ্ট সহায়ক হবে।
(৩০) শিল্প ক্ষেত্রে উন্নয়নঃ
শিল্প ক্ষেত্রে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিগত জোট আমলে বন্ধ হয়ে যাওয়া সরকারী শিল্প কারখানাগুলো চালু করার পাশাপাশি আদমজি পাট কলের মেশিন দিয়ে রংপুরে নতুন পাটকল স্হাপন করা হয়েছে।
(৩১) যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুঃ
বাংলাদেশকে কলংকমুক্ত করার জন্য যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচার শুরু করাটা ছিল বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। যেসব দেশ থেকে বাংলাদেশের স্বাধীনতা সৃষ্টিতে বিরোধিতাকারী শক্তি পৃষ্ঠপোষকতা পেয়ে আসছিল, তাদেরকে বর্তমান সরকার বেশ ভালভাবে ম্যানেজ করতে পেরেছে, যা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিশাল কূটনৈতিক সাফল্য।
(৩২) ডিজিটাল বাংলাদেশঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার পথেও আমরা অনেকদূর এগিয়েছি। আমাদের দেশের প্রায় তিন লক্ষ ছেলে আজ আউটসোর্সিং এর কাজ করছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের কারণে। ই-ব্যাংকিং আমাদের লেনদেনকে সহজতর করেছে। আমরা এখন অনলাইনে ট্রেনের টিকেট কাটতে পারি। বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে হচ্ছে না। জমির পরচা, আয়কর সনদপত্র, পাসপোর্ট ফরম সহ নানাবিধ সরকারী ফরম অনলাইনে পাওয়া যাচ্ছে।
©somewhere in net ltd.