![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে বাঁচাতে প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন সরকার। ভর্তুকি দিয়ে হোক আর ঋণ দিয়েই হোক, সরকার যে কোন মূল্যে রাজশাহীর রেশম শিল্পকে বাঁচিয়ে তুলবে। বিশ্বব্যাংকের নির্দেশনায় ইভেটাইজেশনের কথা বলে ২০০২ সালে বিএনপি জোট সরকার দুটি রেশম কারখানা বন্ধ করে দেয়। ১২ বছর পার হয়ে গেলেও ঐ কারখানা দুটির ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বোর্ডের ১৭৯টি পদ শূন্য থাকায় নিম্ন পদবির লোক দিয়ে উচ্চ পদের কাজ করানো হচ্ছে। কারখানা না থাকায় সুতার প্রয়োজন কমে গেছে। ফলে রেশম পোকার ডিমের উৎপাদন ৫২ লাখ থেকে কমে ৩ থেকে ৪ লাখে এসে দাঁড়িয়েছে। রেশম শিল্পকে বাঁচাতে নতুন পরিকল্পনার প্রয়োজন। আর সে লক্ষ্যেই সরকার রেশম শিল্পকে বাঁচাতে প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
©somewhere in net ltd.