| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন:
আমার প্রাক্তন এক সহকর্মী আমার পিতা-পুত্র তথা পরিবারের শুভ কামনা করে এক চিঠি পাঠালেন, যা পড়ে একটু হকচকিয়ে গেলাম। পরে জানতে পারলাম তিনি আমার ২০১৩ সালে সামাজিক মাধ্যমে লেখা একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই চিঠিখানা লিখেছেন। মন্তব্যে উল্লেখিত তারিখ/সময় তিনি খেয়াল করেননি। আমার পিতা-পুত্র দুজনেই অস্ত্রোপচার পূর্বক এখন সুস্থ্য আছে।ধন্যবাদ আমার প্রাক্তন সহ-কর্মী, আপনাদের মতো শুভাকাংখী জীবনে থাকলে আমরা ভালো থাকবোই।সরলতা সম্বলিত আপনার উদ্বেগ আমাকে স্পর্শকাতর করে তোলে।
আরেকদিন:
যানবাহনের পেছনে ইংরেজি লেখার ছবি তুলে আমাদের সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক যোগাই। কখনো ভেবেছি সেই সুবিধাবঞ্চিত মানুষটির কথা যিনি যানবাহনে ছবি এঁকে, ভুল ইংরেজি লিখে জীবন চালান? দারিদ্রের গহবরে ধুকতে ধুকতে সুবিধা বঞ্চিত সেই মানুষের চিত্রাঙ্কন চর্চা চালিয়ে যাওয়ার ইতিহাস কি আমি জানি? গরিব দেশে জন্মানো ধনিক এই আমি কি কোনো নিরক্ষরকে অক্ষরদান করেছি? তাহলে হিজড়ার মতো তার দারিদ্রের দিকে হাস্য-বিদ্রুপ করে আর তালি বাজিয়ে কতদূর যাবো আমি?
আজ:
আমি সকলের অনুভূতিকে শ্রদ্ধা করতে শিখবো।
২|
০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৫
রাজীব আহসান বলেছেন: ওগুলোকে অনুভূতি বলে না, অন্য সংজ্ঞা আছে ...
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: সবার অনুভূতি? ধর্ষকের? যে অনুভূতি নিয়ে একজন ধর্মান্ধ ঘাতক হয় তার? (এরকম আরো কয়েকশ উদাহরণ)