![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে দেশের তরুন সমাজ যে আন্দোলনের পথ বেছে নিয়েছে তা এই মুহৃর্তে দেশের মাধ্যে তো বটেই বর্হিবিশ্বে এটা বেশ নজর কেড়েছে । দেশের তরুন সমাজ এদেশের ইতিহাসে দেশ গড়ার , ভাষার জন্য জীবন দেয়া সবজায়গাতে অগ্রনী ভূমিকা পালন করেছে। আমাদের দেশে যখন বেশ কিছুদিন থেকেই রাজনৈতিক অস্থিরতা , খুন , দুনীর্তি সহ সব দিকে মগের মুল্লকে পরিনত হয়েছে ঠিক সেই মুহুর্তে গর্জে উঠেছে তরুণরা । এ প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে । যেটা আজকে রাজাকার দের বিচার নিয়ে প্রতিবাদ উঠেছে । এই অন্যায়ের বিরুদ্ধে তরুন সমাজ দিন-রাত আন্দোলন করছে । এটাকে আরও অনেক দুর নিয়ে যেতে হবে এব্যাপারে আমাদের আরও দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে । রাজাকারের বিচারের দাবীতে আজ সারাদেশ উত্তাল .....এই বিচার নিশ্চিত হওয়ার পর আমাদের আরও বড় জায়গায় হাত দিতে হবে সেটা হল রাজনৈতিক সংস্কার , দূনীতির বিরুদ্ধে রুখে দাড়ানো । যদি আমরা আমাদের প্রথম দাবি সফল হওয়ার পর আমাদের আন্দোলন স্থিমিত হয়ে যায় তবে এই গনজোয়ারের মাধ্যমে এক অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হল বটে কিন্তু প্রকৃত দেশের সমৃদ্ধি আনয়নে অংশগ্রহণ করা হল না তরুনদের । আজকে এই আন্দোলন নিয়ে সবাই কথা বলছে কেউ বলতে এটি দেশের রাজনৈতিক ব্যাপার আসলে এটি অনেকে বলতেই পারে কারণ এত বড় আন্দোলন দেশের মানুষ দেখেনি । তাই এটা যেন বির্তকিত না হয় সেুদিকে নজর রাখা জরুরী । আমাদের এই আন্দোলনের কেউ কউ টিভি টক শোতে নিজের পরিচয় দিচ্ছেন যে, আমি ছাত্র ইউনিয়নের অমুক ইউনির্ভাসিটির অমুক পদে আছি । ছাত্র ইউনিয়ন কি রাজনৈতিক দল নয় ।তাই আমাদের রাজনীতির উর্দ্ধে উঠে আমাদের আন্লেলন করতে হবে না হলে মহৎ উদ্দেশ্যে হলেও তা বির্তকিত হবে।
©somewhere in net ltd.