নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি দেশকে ,দেশের মানুষকে

এম মাসুদ

সুন্দর পৃথিবীর জন্য......

এম মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমরাই ভাষার জন্য জীবন দিয়েছি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

নিজের ভাষায় কথা বলার মাঝে যে পরিতৃপ্তি যেটা যখন আমরা যারা বিভিন্ন কাজের জন্য দেশের বাহিরে যাওয়া হয় তখনই বোঝা যায় । অন্য ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করা যায় বটে সেটাতে যেন কোন প্রাণ নেই , সতেজতা নেই , তৃপ্তি নেই শুধুই বলার জন্যই বলা । সেই ভাষা আজকে কোথায় অবহেলিত হয়ে আছে সেটা নিয়ে যেন ভাববার কেউ নেই । শুধু মাত্র ফেব্রুয়ারী মাস আসলে হয়তো কিছু আলোচনা পাওয়া যায় এর বাইরে আমরা যেতে পরিনি। এই বাংলা ভাষাকে প্রচার ও নতুন প্রজন্মের কাছে হৃদয়গ্রাহী করে তুলে ধরার জন্য যাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখা দরকার তারা অনেকে এই দায়িত্ব বেশ পালন করলে ও এটার প্রতি যত্নশীল অনেকে নন। আমাদের মাঝে অনেকে আছেন যারা বিকৃত কিছুকে খুব সহজে লুফে নেয়। আমি মিডিয়ার কথা বলছি !!!!!!!!!!! আজকে তরুন সমাজ এফ এম তে বুদ হয়ে থাকে । এই এফ এম আজকে যে ধরনের বাংলা ব্যবহার করা হয় সেটা নিয়ে অনেক আগ থেকে সমালোচনা হচ্ছে , ভারতীয় টিভি চ্যানেল গুলোর প্রভাবে আজকের কাছে হিন্দি অনেক জনপ্রিয় ভাষা তারা হিন্দি বলার মাধ্যমে নিজেকে স্মার্ট ভাবতে শুরু করেন( কথিত) আসলে এটা সমাধানের জন্য আমাদের দেশের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের প্রয়োজন। যে ভাষার জন্য জীবন দিলেন আমাদের শহীদরা তাদের প্রতি আমাদের সম্মান দেখানোর মানসিকতা টুকু কি আমরা আজ হারাতে বসেছি!!!!!!! বিশ্বের কোন জাতি তাদের ভাষার জন্য জীবন দেয় নি আমরাই দিয়েছি । সেই ভাষাকে আমরা যদি ভালবেসে এর প্রয়োগ আমাদের মাঝে না রাখতে পারি তাহলে ভাষা শহীদের আত্মা শান্তি পাবে না ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

এম মাসুদ বলেছেন: bangla vasha ajke abohelito

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.