নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসুদ সিকদার

মাসুদ সিকদার

মাসুদ সিকদার › বিস্তারিত পোস্টঃ

ঈদ ফিরে দেখা.........

২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:০৬

স্মৃতির কোটরগত ঈদ। সম বয়সী কাজিনরা ছিল। সারা রমজান দাদার দিনের দেড় তলা বাড়িটার উত্তর কোন ঘেসে আড্ডা হতো। কোথায় কোথায় ঈদে বেড়াতে যাওয়া যায়। সেই সময়টা শেষবার হয়ত ২০০০ সাল হবে। তারপরে সেইসব দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল। ঈদের প্রথম প্রহরে আত্মিয়ের বাড়িতে যাত্রা। ধূলী দুসর গ্রামের মেঠো পথ। পুকুর পাড় পেরুলেই বটতলা ঘেসে বড় রাস্তা। এখনকার মতো কচকচে নতুন টাকার প্রতি অত লোভ না থাকলেও যৎসামান্য ছিল। মাথা ভর্তি নারিকেল তেল ছুপছুপ করে চুল বেয়ে কখন যে গাল অব্ধি চলে এসেছে তার খেয়াল নাই। অনেকের স্যান্ডেল পা থেকে বড় হওয়ায় হাটার তালে তালে সটাং সটাং কি এক ছান্দসিক তা শুধু অনুভবের। প্রথম পৌঁছতাম লোকমানের নানার বাড়ি। যেহেতু, এটা ছিল খুব কাছের। নানার বাড়ির লোকজন বিব্রত হয়ে যেতো কারণ আমরা এতই তাড়াতাড়ি পৌঁছে যেতাম যে তারা ঈদের সেমাই রান্নাই করেনি। ( অসমাপ্ত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.