![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়তে ভালোবাসি। ব্লগ যে একটা পড়ার বস্তু সেইটা বোঝার পর থেকে পড়েই যাচ্ছি অবিরাম। মাঝে মাঝে লিখেও ফেলছি কিছু কিছু।
যে কবিতাগুলো জীবনে বহুবার পড়া বা শুনা হয়েছে তার মধ্যে বাঁশি একটি। কেন যেন রবীন্দ্রনাথের এই কবিতাটা আমার হৃদয়কে স্পর্শ করে। এই কবিতায় একটা নদী আছে। "ধলেশ্বরী নদীতীরে পিসিদের গ্রাম" - সেই থেকে 'ধলেশ্বরী'- নামটার প্রতি আমার হৃদয়ের আহা-উহু। বাংলাদেশের অসংখ্য নদীর মত এই নামটাও খুব আবেগপ্রবণ। আর সেই কৈশর থেকে পড়তে পড়তে নামটার প্রতি আমার আবেগও যথেষ্ট।
মুন্সিগঞ্জের ধলেশ্বরী আমি দেখেছি বেশ ক'বার। তবে স্পর্শ করা হয়ে ওঠেনি। এবছর স্বাধীনতা দিবসের ছুটিতে মেয়েকে নিয়ে গেলাম ধলেশ্বরী দেখাতে- পারিবারের আরও অনেকে। আমার সব থেকে বেশি আবেগ নিয়ে বেড়ে ওঠা মানুষটা যখন স্পর্শ করলো ধলেশ্বরী - সে এক অসাধারণ ভালো লাগা।
অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির একটা দেশে যখন দেশাত্মবোধের কৃত্রিম অনুভূতি বিতরণের চেষ্টা সর্বত্র, তখন বিস্রস্ত মনকে পুঞ্জিভুত করে দেওয়ার ভালোলাগা আমার জন্যে এবছর স্বাধীনতা দিবসে।
©somewhere in net ltd.