![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই বলে নিই VOIP ব্যবসা কাকে বলে । আমাদের আপনজনেরা যখন কেও বাইরে থাকে আর আমাদের কল করে মোবাইল এ তখন লক্ষ্য করে দেখবেন নম্বর গুলো একটু অন্য রকম হয় । যেমন ১২৩৪৫৬ অথবা *১# অথবা দেশের কোনো মোবাইল অপারেটর এর নম্বর যেমন গ্রামীন অথবা অন্য কোনো অপারেটর এর । এ ধরনের ক্ষেত্রে কল টি আসে সাধারণত VOIP হয়ে । এখন আমরা আলোচনা করি VOIP মূলত কাকে বলে ।
যখন বাইরের দেশ থেকে কেও কল করে VOIP করে তখন কল টি আমাদের দেশে আসে ইন্টারনেট এর ডাটা হিসেবে । এরপর এটি একটি গেটওয়ে এর মাধমে দেশের কোনো মোবাইল অপারেটর ব্যবহার করে । তাহলে এখন জানতে হবে যখন কেউ ভিপ ব্যবসা করবেন তার কি কি দরকার পরবে ।
সবার আগে জানতে হবে আমি কোন মার্কেট এ ব্যবসা করব । আমার বিক্রি করার ক্ষমতা কতটুকু । VOIP ব্যবসাতে সাধারণ তো ৩ ধরনের ব্যবসার পয়েন্ট আসে ।
১. গেট ওয়ে ব্যবসা । এরা বাংলাদেশে কোনো লিগাল ভিপ প্রোভাইডার এর কাসে থেকে কল কিনে । এরপঁর Resseller দের কাসে বিক্রি করে । অনেকে ইললিগাল ভাবে জীএসএম গেট ওয়ে ব্যবহার করে কল প্রদান করে । এদের কে সাধারণ অবৈধ VOIP ব্যবসা বলে ।
২. Resseller ব্যবসা । এরা গেট ওয়ে ব্যবসা ই দের কাস থেকে কল কিনে নেই । তারপর ক্লায়েন্ট দের কাসে বিক্রি করে ।
৩. ক্লায়েন্ট ব্যবসা । এরা এন্ড লেভেল থাকে । এদের কাসে VOIP সফটওয়্যার থাকে কল করার জন্য । কারো কল করার দরকার পড়লে এরা তাদের সফটওয়্যার ব্যবহার করে কল করতে দেই ।
পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আপনি কোন ধরনের ব্যবসা করতে পারবেন আর কত টুকু পুজি লাগবে ।
২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০২
স্বপ্নসমুদ্র বলেছেন: লাইসেন্স ছাড়া এটা কি অবৈধ নয়?? একটা অবৈধ জিনিসকে ব্লগে শিখানোর চেষ্টা কি ঠিক হচ্ছে ভাই??
৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:১১
নীলাবেশ বলেছেন: বিস্তারিত জানতে চাই, কিভাবে,কথাথেকে,কার কাছথেকে, কত টাকা দিয়ে শুরু করা যাবে। আমার ক্রেতা কে হবে। আমার টাকা কিভাবে লাভ হয়ে আসবে। এটা চালানর জন্য কি ধরনের লোকবল লাগবে,তাদের কি বিষয়ে এক্সপার্ট হতে হবে?
৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:১১
ব্লগ ৪১৬ বলেছেন: ওকে ওয়েটাইলাম।
৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৩
এহসান সাবির বলেছেন: পরেরটা আসুক....
৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৯
নাহিদ২৯ বলেছেন: লাইসেন্স
ছাড়া এটা কি অবৈধ নয়??
৭| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৩
নিশি মানব বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। আর বিস্তারিত জানতে চাই।
৮| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
ইফতে খায়রুল আলম বলেছেন: অনেকে ইললিগাল ভাবে জীএসএম গেট ওয়ে ব্যবহার করে কল প্রদান করে । এদের কে সাধারণ অবৈধ VOIP ব্যবসা বলে । এটা ছাড়া এই ব্যবসাতে কোনো অবৈধ পয়েন্ট নেই ।কেও যদি লিগাল গেটওয়ে ব্যবহার করে কল প্রদান করে তাতে কোনো সমসসা হবার কথা নই ।
৯| ০৮ ই জুন, ২০১৪ রাত ১:১১
বাংলার ঈগল বলেছেন: ভাই পর্বের মাঝে এত দুরত্ব থাকলে আমাদের তো পরে মোমবাতি জ্বালিয়ে খুজতে হবে। ................. জলদি করেন!!
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৮
সুমন কর বলেছেন: কাজের পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।