নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

>>>>>>আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.

আবদুল্লাহ-আল-মাসুম › বিস্তারিত পোস্টঃ

প্রবন্ধ-----জানা আছে কি ? পৃথিবীর মূল পাঁচটি উপাদান কী কী ? // আবদুল্লাহ-আল-মাসুম

২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২০

পৃথিবীর মূল পাঁচটি উপাদান কী কী ?

যা ছাড়া পৃথিবী এক মুহূর্তও টিকতে পারবে না ?





এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষ উত্তরে বলেন

১ নম্বর হচ্ছে টাকা।

আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তাদেরকে ১০০ তে শূন্য দিতে চাই।

মজার ব্যপার হচ্ছে

১ নম্বর তো নয় ই ৫ টি উপাদানের একটিও টাকা নয়।



এই তো সেদিনও পৃথিবীতে টাকা ব্যপারটি ছিলো না।

ঘাড় ফিরিয়ে দেখলে ৫০ বা ১০০ বছর আগেও পৃথিবীতে ছিলো বিনিময় প্রথা।



টাকার প্রচলন ছিলো না। পৃথিবী কিন্তু ঠিকই চলেছে।

তখন ছিলো বিনিময় প্রথা।

আমের বদলে কাঁঠালের প্রচলন।



আচ্ছা, টাকা জিনিসটা কি ?

টাকা হচ্ছে এমন এক প্রকার ছাপানো কাগজ..যেখানে জনগনের বেতনে রাখা গভর্নর -এর সিগনচার

থাকলে সেটি টাকা হয় , নইলে সেটি কাগজ। যেমন ক্যালেন্ডার,কার্ড ..এসব ছাপানো কাগজ মাত্র । টাকা নয়।



আমি মাঝে মাঝে ভাবি ..

ফোর্থ ক্লাস কিছু কর্মচারী প্রেসে ছাপায় এই টাকা।

আর সমস্ত মানুষ ইঁদুরের মতো ছোটে টাকার পেছনে।ৎ

দুখের কথা হচ্ছে -কখনো কখনো হুশ -জ্ঞান হারিয়ে ছোটে।

আমার মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে

আচ্ছা টাকা বড় না মানুষ বড় ?



টাকার অনেক শক্তি।

তাই তো এই বস্তুটি নির্ধারন করে কে কত বড় মাপের মানুষ ?

গাড়ীর মডেল যদি জাগুয়ার বা ফেরারী হয়..তাহলে সে মস্ত বড় ..মস্ত সন্মানের মানুষ।

আর যদি মারুতি হয়

দু,এক টা লোক তাকে সালাম কালাম দেয় । তেমন একটা গুরত্ব টুরুত্ব নাই আর কী !



মায়ের পাঁচটা ছেলে থাকলে..রুই মাছের মাথাটা সেই ছেলের পাতেই যায় যে ছেলে বেশী আয় করে আর সংসারে শেয়ার করে বেশী !



একটা ছড়া এইরকম ..মনে পড়ছে..



পৃথিবী টা কার ?

পৃথিবী টাকার।



এই পর্যন্ত আমার কোনো বিতর্ক নাই।ৎ]

কিন্তুু , প্যাচ একটা আছে বড় রকমের।

যখন দেখি ..

বাংলাদেশের এক সময়কার শ্রেষ্ঠ ধনী জহুরুল ইসলামের কথা কেউ আর মনে রাখে নি তেমন..

কিন্তু একটি দোকানে রুটি বেলতো আমার কাজী নজরুল ইসলাম।]

তাকে ছাড়া একটা ঈদ ও পার করতে পারে না বাঙালি মুসলমান।

ঐ যে ..রমজানের ঐ রোজার শেষে..এলো খুশীর ঈদ..

ভাবি..জহুরুল ইসলামের ছেলেদের কাছে কয় জনই বা যায় টাকা ধার করতে ?

কিন্তু ,আমার নজরুলের গান ধার না করলে বাঙালি তো চলতেই পারে না ।

পুরা জাতির তার কাছে যেয়ে হাত পাততে হয় ..



জহরুল ইসলামরা মরনশীল সাধারন মানুষ আর মহাকালের ইতিহাসে নজরুলরা মহাপুরুষ।

তাহলে জীবদ্দশায় যারা তাকে অবহেলা অবজ্ঞার আর দারিদ্রতার জন্য ক্ষুদ্র জ্ঞান করেছে

ইতিহাস সাক্ষী দিক ..আসল দরিদ্র কারা ?



তবে হ্যা টাকার অনিবার্য প্রয়োজন রয়েছে।

বড় বড় বুলি দিলে বাড়ীওয়ালা বাড়ী ছাড়ার নোনিশ দেবে। বাড়ী ভাড়া কমিয়ে দেবে না।

জীবনের জন্য জীবিকার প্রয়োজন কিন্তু

পুরো জীবনটাই অধিকাংশ মানুষ খরচ করে ফেলে জীবিকার পেছনে।

এখানেই আমার আপত্তি।





বিজ্ঞানীদের ভাষায় পৃথিবীর মূল ৪ টি উপাদান হচ্ছে

১.মাটি।

২.পানি।

৩.বায়ু।

৪.আগুন।



এই চারটির কথা বিজ্ঞানীরা জানেন।

৫ নম্বরটির কথা তাদের মাথায় আসে নাই।

সেটা আমি জানি।

সেটা হচ্ছে

মানুষের প্রতি মানুষের এবং

সৃষ্টির প্রতি মানুষ -এর ভালোবাসা।



৫.ভালোবাসা।



ব্যপারটা কীভাবে বোঝাই ?

একটা সহজ উদাহরন দিচ্ছি।

আপনার মা বা স্ত্রী যেমন ভালোবাসার বন্ধনে কয়েকজন মানুষকে ধরে রেখেছেন।তেমনি এই

পৃথিবীটা ভালোবাসার শক্তিতে এখনো টিকে আছে।

নইলে চূর্ন বিচূর্ন হয়ে যেতো মুহুর্তেই।



পাকিস্তান আমলে কয়েকজন বাঙালি সৈনিক সেখানে আটকা পড়েছিলেন।

তারা বেতনের টাকা দেশে পাঠাতে পারতেন না।ৎ

কিন্তুু

অর্ধেকের বেশী উদ্বৃত্ত থাকতো থাকা খাওয়ার খরচের পর।



এমতাবস্থায়

তারা টাকা দিয়ে সিগারেট বানিয়ে থেতো ।

যে টাকা কাজে লাগে না.. সেই অর্থ অর্থ হীন।



এই যে ভাই , আপনাকেই বলছি..

কোটি কোটি টাকা যে ব্যাংকে কুক্ষিগত করেছেন..মুত্যুর পর

৫ হাজার টাকার একটি প্যাকেজ আপনার

সাথে যাবে। ( ভালো শ্রেনীর কাফনের কাপড় আর কফিন,লেবান,সুগন্ধী সব সহ)

এর বেশী নিয়ে যেতে পারবেন না।



তাই বলছি কি .. এই দেশে অনেক শিক্ষিত ব্যাকার ক্ষেত্রের অভাবে হতাশায় নিমজ্জিত।

নিগৃহীত।মানসিক ভাবে নির্যাতিত।



পৃথিবীর যেখানেই আপনি থাকেন না কেন

বাংলাদেশ আপনার মাতৃভূমি।

এই দেশের জন্য

মানুষের জন্য একটা কিছু করুন।



আপনি বড় লাট আর আপনার মা যদি কুড়ে ঘরে ধুকে ধূকে মরে

আপনি সত্যি মনে শান্তি পাবেন তো ?



যদি আপনার অর্থ মানুষের কিছুটা কাজেই না লাগে

সে অর্থের অর্থ কী ?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:০০

হাম্বা বলেছেন: টাকার অনেক শক্তি।
তাই তো এই বস্তুটি নির্ধারন করে কে কত বড় মাপের মানুষ


তাই বলছি কি .. এই দেশে অনেক শিক্ষিত ব্যাকার ক্ষেত্রের অভাবে হতাশায় নিমজ্জিত।
নিগৃহীত।মানসিক ভাবে নির্যাতিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.