![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
ধরি না , ধরি না, ধরি না
ধরলে কিন্তু ছাড়ি না-
দাবী যদি পায় বুলেটের গতি
তাকে তো রুখতে পারি না।
শত সংশয়ে শত সঙ্কটে
আমরা করি না ভয়-
কাল নাগিনীর ফনা থেকে কত
ছিনিয়ে এনেছি জয়।
গণজাগরণ মঞ্ছ থেকে
নতুন সমীকরণ-
তারূণ্যের এই নেতৃত্ব
দ্বিধাহীন করো বরণ।
যে পাহাড় ছিলো ঘুমন্ত আর
সুপ্ত আগ্নে'গিরি-
তা আজ প্রজ্বলিত, সেটাই
নয়া আকাশের সিড়ি।
এক দাবী থেকে লক্ষের দাবী
লক্ষ্যে অটুট , দৃপ্ত-
হাজারো দাবীর শুরুটা এখানে
পূরনেই শুধু তৃপ্ত।
টগবগে সব যোয়ান ঘোরাবে
ইতিহাসের চাকা-
নির্দেশ তাই রইলো , তরূন
তোমরা ছেড়ো না ঢাকা।
চিনোছো তোমার শক্তি , সাহস
চিনেছো পরিচয়-
বুকের আগুনে বিপ্লবে জাগো
কীসের আবার ভয় ?
প্রতিটি কন্ঠ ডিনামাইট হয়ে
করো হে বিষ্ফোরন-
জানাও , তোমরা তৈরী কারন-
নতুনের প্রয়োজন।
প্রয়োজন হলে, রাজপথে দাও
কোটি রাজীবের লাশ-
এ দেশ থেকে বিতাড়িত করো
হায়ানার নিঃশ্বাস।
শ্লোগানে শ্লোগানে মুখরিত করো
বাংলার প্রতি ঘর-
দেখাও আমরা প্রয়োজনে হই
কতটা ভয়ংকর !!
অনেক ঠকেছো , অনেক মরেছো
জাগো জাগো এইবার-
আর কারো নয়, এ দেশ তোমার
বুঝে নাও অধিকার।
সূচনা হলো যা, নিশ্চই তা
পাবে উপসংহার।
গণজাগরন মঞ্চ থেকে
একটাই নির্দেশ-
প্রয়োজনে, হবে আবার বারুদ
এখানেই নয় শেষ।
ওয়ার্ল্ড টিভি পরিবারের পক্ষ থেকে প্রতিটি যোয়ানকে বিপ্লবী শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
েতপান্তর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।