![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
প্রিয় প্রধানমন্ত্রী,
এটি আপনার জন্য আমার একটি ডিজিটাল খোলা চিঠি।
আপনার নাম্বারে অনেক বার চেষ্টা করেও ধরতে পারি নাই।
আপনার সাথে সরাসরি যোগাযোগের কোনো দুয়ার বিশ কোটি মানুষের জন্য খোলা নাই।
একটা ইমার্জেন্সি ওয়েবসাইট অন্তত থাকা উচিৎ ছিলো।
যা ই হোক,
সাভারের একটি ভবন ধ্বসে যদি এতো করূণ দৃশ্যের অবতারনা হতে পারে, এতো প্রাণ ঝরে যেতে পারে, তাহলে একবার ভেবে দেখুন
একটি বড় ভূমিকম্পে দেশের চিত্রটা কি হবে ?
পৃথিবীর সব দেশে বিল্ডিং কেটে উদ্ধার করবার যন্ত্রপাতি আর প্রশিক্ষিত লোকবল যথেষ্ট পরিমান থাকে।
একটা বিল্ডিং থেকেই আমরা উদ্ধার করতে পারছি না।
হাজার বিল্ডিং একত্রে ধ্বসে গেলে কি করবেন ?
আমাদের দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় এতো দূর্বল কেনো ?
তাদের যোগাযোগ ব্যবস্থা এতো আদিম কেনো ?
আমাকে ষ্ট্যান্ডিং কমিটির প্রধান করে একটা কমিটি বানিয়ে দিন।
ইমার্জেন্সি হেলপ কমিটি।
আমি যন্ত্র গুলো ১৫ দিনের মধ্যে আনিয়ে ১ মাসের মধ্যে ১০০০
লোকবল প্রশিক্ষণ দিয়ে তৈরি করে দেই।
নইলে, ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধের দায় আপনিও এড়াতে পারবেন কী না , আমার সন্দেহ।
আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি।
আপনার একান্ত শুভাকাঙ্খী
আবদুল্লাহ-আল-মাসুম (রাসেল)
কবি, নির্দেশক,গীতিকার,সুরকার, আলোকচিত্রশিল্পী, দার্শনিক
ব্যবস্থাপনা পরিচালক এবং ব্রডকাষ্টিং ইঞ্জিনিয়ার,
ওয়ার্ল্ড টিভি লিঃ
০১৭১৬ ০৮৯ ০৮৯.
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩
রাহাত হোসেন পল্লব বলেছেন: ভাই আমাগো পুধান মন্ত্রী ওবামার চেয়েও বিজি. . .
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
বংশী নদীর পাড়ে বলেছেন: এই চিঠিটি নর্ব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকেও সিসি করার দাবি জানাই। কারন এই মুহূর্তে ঘুরে ঘুরে তার কবর জেয়ারত কারা জরুরী নয় । কারন রানা প্লাজায় যারা আটতে আছেন তারা কিন্তু অনেকেই এখনো কবরে যাইনি তাদের উদ্ধারে সরকারের সর্বাত্বক শক্তি দিয়ে ঝাপিয়ে পাড়া উচিত। মহামান্য রাষ্ট্রপতি ভুলে যাবেন না আপনার শপথ বানী---- আমি .......এখন সারা দেশের সকল মানুষের রাষ্ট্রপতি.....
৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: মানুষের জান রক্ষার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর সময় আশা করাটা অপরাধ নয় নিশ্চই।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮
িট.িমম বলেছেন: সহমত, সাথে আরো আবেদন করতে পারেন, মিগ ২৯ না কিনে যেন বিল্ডিং ভিম কাটার রড কাটার ক্রেন এইসব যন্ত্রপাতি কিনে।