![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
নদীর ঐ পাড়
তোমার বাসা-
নাই কোনো নাও..
নাই রে কোষা ।
হিমেল বাতাস জ্বালা বাড়ায়
পারতাম আমি যদি-
পায়ে হাটি পাড়ি দিতাম
মধ্যরাতের নদী।......রে সখি...
তিরতিরানো নদী...
চন্দ্র ছুইলো আকাশের মেঘ
রাখিলো না ধরে-
বুকে জড়াইয়া দিও গো চুম্বন
আমার মাথার 'পরে ।
চোখে আমার শীতল ঘুমের ছোঁয়া..
ডাকে নিরবধি ।।
জোয়ারেতে নদীর পানি
পুরির মতো ফোলে-
যেনো তুমি মাটি আর আমি
ঢেউ এক তোমার কোলে ।
শোনাও শোনাও তোমারও গীত
আমিও সরি বাঁধি ।।
কথা, সুর
আবদৃল্লাহ-আল-মাসুম
©somewhere in net ltd.