![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
মহান আল্লাহ তা'আলার সবচে অপছেন্দের কাজ হচ্ছে অহংকার।
আমি চারিপাশে তাকিয়ে অহংকারী মানুষের ছড়াছড়ি দেখি।
কারো অহংকার রুপের ।
কারো অহংকার টাকার ।
কারো অহংকার ক্ষমতার।
কারো আবার প্রতিভার,মেধার।
৪র্থ টি ব্যতীত , সব গুলোই ক্ষণস্থায়ী।
আজ ডান পকেটে ৫০০ কোটি টাকা আছে, কাল না ও থাকতে পারে !
আজ মন্ত্রীত্বের দপ্তর আছে , কাল থাকবে না।
আজ রুপে তোমার আগুন জ্বলে !, কাল তোমার কপালে বলি রেখা পড়বে।
টোকা লাগা লজ্জাবতীর মতো সব কিছুই নেতিয়ে পড়বে।
ভালো মানুষ টা চিরদিন থাকে, চেয়ারটা থাকে না।
আমার অনেক অহংকার ৪ নাম্বার অপশনের জন্য ।
হে আল্লাহ, আমাকে
ক্ষমা
করো।
রবীন্দ্র নাথ ঠাকুরের চেয়ে উন্নত মানের কবিতা পয়দা করতে পারলেই,
সে মেধা নিয়ে গৌরবের কিছু নাই।
২০০ টি গান সৃষ্টি করে ২০ টি শির্পীকে তারকা খ্যতী দিলেই ,
সে প্রতিভা নিয়ে অনর্থক অহংকারের কিছু নাই।
আমি কয়েক লক্ষ মানুষের এক বেলা ক্ষুধা মেটানোর কোনো ব্যবস্থা করতে পারি নাই।
আমি আসলে জীবনে কিছুই পারি নাই।
হে আল্লাহ, রাব্বুল আলামিন,
আমার সমস্ত সংকীর্ন অহংকার থেকে আমার কলপ কে মুক্ত করো।
আমাকে তোমার রহমতের হাত বানাইয়া নাও ।
সমস্ত মানুষের কলিজার টুকরা আর নয়নের মণি বানাইয়া দাও
আমার রুহু কে।
©somewhere in net ltd.