![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
গোলার বদলে ছুড়বে গোলাপ // আবদুল্লাহ-আল-মাসুম
জেনো
গোলার বদলে ছুড়বে গোলাপ
হাজারো কামানের নল-
ঐ হিরন্ময় সূর্য , অবাক নেত্রে
হবে হতবিহ্বল।
দেখো
আমার দুচোখে জল-
এই হৃদয়ে নাই কোনো ছল ।
আমাকেই চাস তুই
আমাকেই চাস শুধূ
সে কথা আবারো বল ,
সে কথা আবারো বল !!!
এই বুকে জমা আছে
তোর জন্যে শুধু
সুগভীর সমুদ্র - অতল-
আকাশের আভে আভে
রঙধনু ছড়ালো
ঝিলিমিলি ঝলোমল ্!
আমার নির্দেশে কোটি কোটি প্রজাপতি
দেবে তোমাকে প্রটোকল-
কাশফুলে বদলে যাবে এক নিমিষেই
শাদা শাদা মেঘেদের দল ।
বসন্ত, দুয়ারে..
নির্জনে কড়া নাড়ে..
অজানায় হারাবো চল..
মনে মন দোলাবো
দুই দেহে খেলাবো
তীব্র ঝরনার জল !!
এই মাত্র গানটি লিখে , সুর করলাম.
লিরিক বেইজড গান।
সুরের কাজ কম।
কিন্তু,
অনেক ভোকাল এক্টিং আছে এই গানে।
খুব ব্যস্ত সময় কাটছে।
সময় হলেই রেকডিং এ ঢুকবো।
কি জানি কি হলো !!
কিছু হলো কি না ?
অপেক্ষা....
©somewhere in net ltd.