![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
যাত্রাবাড়ী টু গুলিস্থান ফ্লাই ওভার তৈরির পেছনে মূল উদ্দেশ্য কি ?
১. ব্যবসা, টোল আদায়
২. যানজট মুক্ত নগরী উপহার দেয়া
ঈদের পরদিন ঢাকা ফেরার পথে ফ্লাইওভারের ওপর দিয়ে আসছিলাম,
কিন্তুু, যে সময় টাতে পুরো নগরী ধরতে গেলে অর্ধেকটাই ফাঁকা, সে সময়ে ই যদি ১৫ মিনিট টোল
আদায়ের জন্য দাড়িয়ে থাকতে হয় , তাহলে ফ্লাইওভার করে লাভ হলো টা কি ?
আমার প্রস্তাব
১. ঢাকা শহরে চলাচলকৃত সকল গাড়ী থেকে ১৫০ টাকা হারে উন্নয়ন টোল বার্ষিক ভাবে কেটে নেয়া যেতে পারে। এতে করে .. টোল আদায়ের জন্য অপেক্ষমান সময়ে কোটি কোটি টাকার জ্বালানির অপচয় রোধ হবে এবং ব্যস্ত নাগরিকদের সময় বাঁচানো সম্ভব হবে। বিশাল ফ্লাইওভারের সুফল ঘরে তোলা যাবে।
২. একান্ত সম্ভন না হলে ..অনেক বেশী গাড়ীর জন্য , স্বল্প কয়েকটি টোল বক্স অপ্রতুল।
টোল যারা নিচ্ছে , তাদের অবস্থা বেগতিক আর ত্রাহি ত্রাহি.. এতো গাড়ী সামাল দিতে পারছে না।
টোল বক্সের কাছে এসে দীর্ঘ সিরিয়াল তৈরী হচ্ছে।
তাই,
টোল বক্স ১০ গুন বাড়ানো যেতে পারে।
সি . এন জি / মটর সাইকেল
ফ্লাই ওভারে উঠবার সময়ে আর ট্যাক্সি সহ অন্যান্য গাড়ী নমবার সময়ে টোল প্রদান করবে।
যারা নিয়মিত চলাচল করেন- ৬ মাস বা ১ বছর ব্যাপি বিশেষ টোল সিল গাড়ীর সম্মুখে ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে পুরো ৬ মাসের প্যাকেজ টোল একবারে পরিশোধ যোগ্য।
ফ্লাইওভার তো শুধু বানালেই হবে না।
এর, সুব্যবহার আর সুফল নিশ্চিত করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী,
বিষয়টাতে সু নজর দিলে ,
আপনার শ্রম আর চেষ্টা সফলতা পাবে।
এ
যাত্রাবাড়ী টু গুলিস্থান ফ্লাই ওভার তৈরির পেছনে মূল উদ্দেশ্য কি ?
১. ব্যবসা, টোল আদায়
২. যানজট মুক্ত নগরী উপহার দেয়া
ঈদের পরদিন ঢাকা ফেরার পথে ফ্লাইওভারের ওপর দিয়ে আসছিলাম,
কিন্তুু, যে সময় টাতে পুরো নগরী ধরতে গেলে অর্ধেকটাই ফাঁকা, সে সময়ে ই যদি ১৫ মিনিট টোল
আদায়ের জন্য দাড়িয়ে থাকতে হয় , তাহলে ফ্লাইওভার করে লাভ হলো টা কি ?
আমার প্রস্তাব
১. ঢাকা শহরে চলাচলকৃত সকল গাড়ী থেকে ১৫০ টাকা হারে উন্নয়ন টোল বার্ষিক ভাবে কেটে নেয়া যেতে পারে। এতে করে .. টোল আদায়ের জন্য অপেক্ষমান সময়ে কোটি কোটি টাকার জ্বালানির অপচয় রোধ হবে এবং ব্যস্ত নাগরিকদের সময় বাঁচানো সম্ভব হবে। বিশাল ফ্লাইওভারের সুফল ঘরে তোলা যাবে।
২. একান্ত সম্ভন না হলে ..অনেক বেশী গাড়ীর জন্য , স্বল্প কয়েকটি টোল বক্স অপ্রতুল।
টোল যারা নিচ্ছে , তাদের অবস্থা বেগতিক আর ত্রাহি ত্রাহি.. এতো গাড়ী সামাল দিতে পারছে না।
টোল বক্সের কাছে এসে দীর্ঘ সিরিয়াল তৈরী হচ্ছে।
তাই,
টোল বক্স ১০ গুন বাড়ানো যেতে পারে।
সি . এন জি / মটর সাইকেল
ফ্লাই ওভারে উঠবার সময়ে আর ট্যাক্সি সহ অন্যান্য গাড়ী নমবার সময়ে টোল প্রদান করবে।
যারা নিয়মিত চলাচল করেন- ৬ মাস বা ১ বছর ব্যাপি বিশেষ টোল সিল গাড়ীর সম্মুখে ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে পুরো ৬ মাসের প্যাকেজ টোল একবারে পরিশোধ যোগ্য।
ফ্লাইওভার তো শুধু বানালেই হবে না।
এর, সুব্যবহার আর সুফল নিশ্চিত করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী,
বিষয়টাতে সু নজর দিলে ,
আপনার শ্রম আর চেষ্টা সফলতা পাবে।
এরকম প্রয়োজনীয় একটি ফ্লাইওভার উপহার দেবার জন্য আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ।
রকম প্রয়োজনীয় একটি ফ্লাইওভার উপহার দেবার জন্য আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯
ঢাকাবাসী বলেছেন: ভাল আইডিয়া, তবে এর নাম বাংলাদেশ, এখানে সবাই চুর।