![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
আমার বুকের ছাতিটা আমার বাংলাদেশের থেকে বড়।
৫৬ হাজার বর্গমাইল আমি লুকিয়ে রেখেছি আমার কলিজার ভেতর।
আমার একটি প্রত্যঙ্গের ভেতর পুরো দেশটা আমার প্রাণ ভোমরা।
দেশটা আমার মা।
আমি এক গরীব মায়ের গল্প জানি।
বাচ্চাগুলো ছিলো ভয়ংকর পাজী আর ত্যাদর।
ভয়ংকর সব কান্ড কারখানা ছিলো তাদের।
এটা সেটা নিয়ে ঝগড়া করতো।
মূল কারন ছিলো , স্বার্থ ।
বাচ্চা ছিলো বেশী ।
খাবার ছিলো কম।
ওদের বলেছিলাম
মাকে যদি ভালোবাসিস..
স্টুপিটের দল, মিলেমিশে থাক।
ঘরের ভেতর শয়তান বাচ্চাদের মতো
অভদ্র , অসভ্য নোংরা সন্তানদের মতো ঝগরা ঝাটি করিস না।
তোরা মাথা ফাটাফাটি করলে
কষ্টটা তো মায়েরই হবে।
খাবার আছে যা , ভাগাভাগি করে খা।
খাবার নিয়ে ঝগড়া করবি তোরা...
তোদের ঝগড়া ঝাটির ফাঁকে অন্য এলাকার নেড়ি কুত্তা এসে
খেয়ে যাবে হাড়ির খাবার।
না পাবি তুই, না পাবে সে....
ওরা আমার কথা শোনে নি।
এতে ওদের লাভ হয় নি, লস ছাড়া।
একটা পাগল ছাগলও নিজের লাভ বোঝে।
কিন্তু, রাগের বসে
কিছু মনুষ্য দর্শন পশু
এতোটাই বিবেক বর্জিত হয়ে ওঠে যে..
তারা তখন কি বোঝে
নিজেই বোঝে না।
সময় ও প্রকৃতি ভাগ্য নির্ধারন করে ।
তাই বলি
বাড়াবাড়ি মঙ্গল ডেকে আনে না।
শক্তি দিয়ে যা জয় করা যায় না..
ভালোবাসার শক্তিতে তা সম্ভব।
খুন করতে নয়...
জুলুম করতে নয়..
প্রতিহিংসা নয়..
সন্ত্রাস নয়।
এসো একটা বিশাল আসমান হয়ে উঠি।
সত্যি সত্যি ভালোবাসতে শিখি।
নমনীয়, ত্যগধর্মী ভালোবাসা ই হতে পারে
কঠিন সমস্যার সমাধান।
রাগ - মনুষের প্রধান শত্রু।
যেনো না ভুলে যাই।
©somewhere in net ltd.