![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
বাবা তোমার ছেলেটা কই ?
কতদূরে থাকে ?
কেন এতো কষ্ট করো
বড় করে তাকে ?
ক্ষয় করে হাড় দিলে কত
বাবা নামের দাম-
বিনিময়ে পেলে শুধু
অপবাদ, বদনাম।
লেলে পেলে বড় করে
দিলে ওদের সুখ-
এই দুনিয়ায় নাই কি কেউ
দেখবে তোমার দুখ ?
আল্লাহ যদি দিলো মনে এতো মমতা-
কেন আমায় দিলো না হায় অনেক ক্ষমতা ?
জননেত্রী দেশনেত্রির ভাবার সময় কই ?
বাবা, তোমার পাশে আমরা আছি অবশ্যই।
না পারি আর তেমন কিছু
মুছিয়ে দেবো ঘাম-
আমাদেরও বাবা আছে
বাবা ই তোমার নাম।
আমিও হয়তো কোনো বাবার
এক ছেলে সন্তান-
এসো ধরি তোমার হাতটি
আল্লাহ মেহেরবান।
©somewhere in net ltd.