![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
আবদুল্লাহ-আল-মাসুম-এর ছড়াগুচ্ছ
১. আঁকাআঁকি
চাঁদ আঁকতে
কালো একটা
আকাশ আঁকতে হয়-
আকাশ গেলো
তারার পেটে
পেয়ো না কিন্তু ভয় !
সকাল হলেই
ঘোমটা খুলে
সূয্যি দেখায় মুখ-
সূয্যিমূখী বেলাজ হাসে
চুমুতে খায় সুখ।
সকাল বেলার সূর্য আঁকতে
লাগে একটা লাল-
লাল মরিচের লালের ভেতর
লুকিয়ে থাকে ঝাল !
লাল দিয়েছে শাদা চাঁদে
মিশিয়ে নিজের রুপ-
সবুজ জমিন লাল-কে নিয়ে
হলো অপরূপ !
লাল সবুজের এই মিলনে
হলো একটি দেশ-
কোটি কোটি হৃদয়ে তা
গৌরবে হয় পেশ।
দেশ আঁকতে , প্রথম একটা
হৃদয় আঁকতে হয়-
নইলে তাকে রাখার জায়গা
কোথায় বিশ্বময় ?
২. প্রধানমন্ত্রী'র ছড়া
প্রধানমন্ত্রী'র দু:খ কেমন
কেমন তাহার সুখ ?
কাঁদেন কখন গলা খুলে
খুশিতে উন্মুখ ?
প্রধানমন্ত্রী'র বাবা কোথায় ?
কোথায় সোনা মা ?
তাকে কি কেউ দেয় না কিনে
কয়েকটা খেলনা ?
প্রধানমন্ত্রী'র আম গাছে কি
আমগুলো খুব টক ?
রং পেন্সিল নাই কেন তার ?
কোথায় গেলো শখ ?
কোথায় তাহার লাটাই ঘুড়ি ?
কোথায় ক্রিকেট বল ?
কখন আসবে আমার বাড়ী
তাকে করো কল ।
( প্রধানমন্ত্রী কাকে বলে
কী করে তা হয় ?
জানে না সে। কেমন করে
পাবে তাকে ভয় ?
ছোট্ট সোনার , চাঁদের কণার
বয়েস মোটে ছয়।)
৩.মন পবনের নাও
মেঘের ভেতর
লুকিয়ে রয় বৃষ্টি
মনের ভেতর
লুকিয়ে রয় দৃষ্টি ।
চোখের দৃষ্টি
সীমাবদ্ধ ক্ষুদ্র ।
মনের দৃষ্টি
এক মহা সমুদ্র।
দুচোখ বন্ধ করে তুমি
দেখতে যদি পাও -
সেটাই হবে তোমার জন্য
মন পবনের নাও ।
সেই যাদুময় বাহন চড়ে
যেথায় খুশি যাও।
৪. ভালোবাসার শক্তি
ছন্দ একটি পাখি
খাঁচা খুলে দাও।
স্বপ্ন একটি রঙ
মনে মেখে নাও।
দুঃখ একটি চাঁদ
যত্ন করে রাখো-
সুখের সূর্য তার
মুখটি দেখে আঁকো।
ক্রোধ একটি সাপ
প্রাণোঘাতি বিষ-
ঈর্ষা একটি সুই
উফ উফ উফ ..ইস !
লোভ একটি ফাঁদ
লোভকে করো ভয়-
ভালোবাসার যাদু দিয়ে
সব করা যায় জয়।
৫.যদি পারো
পাখি গুলো সব অবুঝ
করো সবুজ।
যদি পারো !
নদীগুলো ঝিলমিল ।
করো নীল।
যদি পারো !
মানুষের মন ধাঁ ধাঁ
করো শাদা।
যদি পারো !!
৬. জয়
পাহাড় তুমি সরে দাড়াও
সামনে আছে হৃদ-
তোমায় দেবো আমার প্রাণের
লুকানো সম্পদ ।
পেরিয়ে দেখি পাহাড়টিকে
হৃদ তো আরো দূরে -
মাইলকে মাইল মরুভূমি..
সামনের পথ জুড়ে।
পেরিয়ে এলাম মরুভূমি
বছর গেলো ঘুরে-
আসতে হলে এটাই পথ
যায় না আসা উড়ে।
আরো একটি দূর্গম বন
করতে হবে জয়-
এগিয়ে যাওয়া যায় না যেনো
থাকলে বাঘের ভয়।
আরো একটি বছর গেলো
পেরিয়ে এলাম বন-
ঐ তো দূরে স্বর্গীয় হৃদ
রঙিণ হলো মন।
সেখানটাতে পৌঁছতে হলে
দশটি বাঁশের পুল-
পুকুর ভরা অনেত কুমির
পাই না খুঁজে কুল।
একটু একটু করে শেষে
এলো আমার জয়-
চেষ্টা ছাড়া হয় না কিছু
তাই থাকো নির্ভয়।
হৃদের মাঝে রাখা আছে
সাতটি রাজার ধন-
তাক ধিনা ধিন তাক ধিনা ধিন
নাচে আমার মন।
৭. বৃষ্টি
টিপ টিপ
অবিরাম
বৃষ্টি ।
মাছ ধরো
ছিপ আছে
২০ টি।
ঝড়ে পড়ে
পাকা আম
মিষ্টি।
বুলবুলি
সুর করে
শীষটি।
এই ছড়া
না দেখা দৃষ্টি...
হয়ে যাও
আমাদের
ইষ্টি।
©somewhere in net ltd.