![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
কিছুটা থাক লুকোনো ।
না হয় কিছুটা থাক !
আবিষ্কারের থই থই আনন্দ হয়ে
জমানো থাকুক সময়ের সিন্দুকে।
তুমি আসবার সময়ে নিয়ে এসো
এক টুকরো ঝর্ণা আমার জন্য।
নিয়ে এসো এক ফালি চাঁদ।
তোমার মূল্য কে কতটা দেবে - জানি না ।
ডলার দেরহাম রিংগিত অথবা বাথ !
আমার কাছে যা অমূল্য হয়ে ছিলো
আজো না হয় তা ই থাক !
ভালোবাসতে হবে না আমাকে,
আসতে হবে না ,
না চাও , যদি থাক !
তবু বলি শুধু এই-
আমি চাই না শুধু আমার জ্যান্ত শব্দগুলো
ছোট বাচ্চাদের মতো
তোমার শরীরে কামড়াক !
শিহরণে আকুল হয়ে পড়ো যদি
যদি ভালো লেগে যায়
এই ফাল্গুনি নিঃশ্বাস !
যদি থাকে নিশ্চয়তা , বনেদি প্রেমের !
আর হীরার খন্ড যেণো ,
পরিণত বিশ্বাস !
আমার আঙুলে আছে সুরের শিল্পকলা আর
হৃদয়ে বেহেশতের সু-বাতাস !
মদের বোতলে আমি মানিপ্লান্ট চাষ করি
ধীর মধু - সুস্থীর ঢেউ , গুপ্ত গুহায়
ঘূর্ণিঝড় আনে জলোচ্ছাস ।
ডুবো জাহাজের মতো ডুবি ভাসি
পাজড়ের হাড়ে তোমার জোড়ালো শ্বাস !
আস্ত একটা রঙধনু সজোরে ঢুকাই তোমার গভীরে
আরো একটা রঙের সন্ধান..
প্রাণের ভেতর খোঁজো , জীবনের আসল মানে
দু চোখ বন্ধ করে খোঁজো প্রাণ !!
এ জীবন চলো, ক্রমে পরিবর্তন করি..
হয় যাক এক সুরেলা মিষ্টি গান।
©somewhere in net ltd.