![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
এই নাও একটা নীল রঙ পেন্সিল।
নীলের ভেতর থাকে দুঃখ ফুল।
এই নাও একটা হলদে ইষ্টি কুটুম।
যত্ন করে রেখ বন্ধুত্বের রঙ ।
এই নাও একটা বেগুনি বরণ ক্লিপ..
এটা তোমার অনুরাগ , পড়ো খোপায়।
এই নাও একটা আসমানি রঙা ফিতা
বেধে নাও তোমার হৃদয় ও উপহার।
এই নাও একটা সবুজ রঙের বাঘ।
রেগে গেলে খুব , বুঝো অবুঝ এ রাগ।
কমলা রঙের কমলাটা ছিলে খাও।
প্রতি কোয়ার বিচি গুলো ফেলে দাও।
এই নাও প্রদীপ , টকটকে একটা লাল-
হৃদয়ে ক্ষরণ ধরে রাখো চিরকাল।
সবগুলো রঙ এবারে মিশিয়ে নাও-
মনের আকাশে ছুড়ে দাও , ছুড়ে দাও।
বৃষ্টি শেষে রঙধনু হাসে ঐ-
তোমাতে দিয়েছি ,
রঙগুলো গেলো কই ?
©somewhere in net ltd.