নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

>>>>>>আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.

আবদুল্লাহ-আল-মাসুম › বিস্তারিত পোস্টঃ

রঙধনু যেভাবে হলো..

২০ শে মে, ২০১৪ রাত ৯:৪০

এই নাও একটা নীল রঙ পেন্সিল।

নীলের ভেতর থাকে দুঃখ ফুল।



এই নাও একটা হলদে ইষ্টি কুটুম।

যত্ন করে রেখ বন্ধুত্বের রঙ ।



এই নাও একটা বেগুনি বরণ ক্লিপ..

এটা তোমার অনুরাগ , পড়ো খোপায়।



এই নাও একটা আসমানি রঙা ফিতা

বেধে নাও তোমার হৃদয় ও উপহার।



এই নাও একটা সবুজ রঙের বাঘ।

রেগে গেলে খুব , বুঝো অবুঝ এ রাগ।



কমলা রঙের কমলাটা ছিলে খাও।

প্রতি কোয়ার বিচি গুলো ফেলে দাও।



এই নাও প্রদীপ , টকটকে একটা লাল-

হৃদয়ে ক্ষরণ ধরে রাখো চিরকাল।





সবগুলো রঙ এবারে মিশিয়ে নাও-

মনের আকাশে ছুড়ে দাও , ছুড়ে দাও।



বৃষ্টি শেষে রঙধনু হাসে ঐ-

তোমাতে দিয়েছি ,

রঙগুলো গেলো কই ?















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.