![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
মাঝে মাঝে চমক ভালো লাগে।
চমকে গিয়ে ১ হাজার মাইল স্পীড বেগের জীবনে, মূহুর্তের জন্য হার্ড ব্রেক
কষে থমকে দাড়াতে ভালো লাগে।
আমার এক ভাগিনা , তার বাবার সংগ্রহে থাকা ৩২ বছর আগের একটি ছবি আমাকে মেসেজ বক্সে
উপহার দিয়েছে।
আমি আমার মায়ের কোলে বসে আছি।
আমার মা তখন সুইট সিক্সটিন।
৩২ বছর আগে ক্যামেরার চল ছিলো আমাদের গ্রমে - এটাও এক বিষ্ময় !!!
আমার বাবা এখন শ' কোটি টাকার মালিক হলেও ,
তখন ছিলেন নিতান্তই সংগ্রামী এক যুবক ।
আমি আমার মায়ের কোলে আসার পর থেকে
তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে রাজকীয় ভাবে।
লোকে বলে- আমি না কি লাকি চাইম !!
আমার চোখের স্পর্ষ ,
একটু হাসি,
কিছূ কথা মানুষের জীবন , জীবন বোধ বদলে দেয়।
নতুন করে ভাবতে শেখায় ,
সৌভাগ্য বয়ে নিয়ে আসে।
আমি জানি- কথাগুলো হয়তো ঘুনাক্ষরেও সত্যি নয় ।
লোকে আমায় ভালোবাসে বলেই -
এমন করে বলে !!
যা হোক-
এটি সব অর্থেই একটি ঐতিহাসিক ছবি।
দেখো তো,
শিশুটির চোখে
নতুন একটি প্রেমময় পৃথিবী গড়ার স্বপ্ন আছে কী না !
যে পৃথিবীতে থাকবে না ঈর্ষা, হিংসা , হানাহানি আর ঘৃনা ।
©somewhere in net ltd.