![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
কেঁপে কেঁপে উঠি তোমার অদৃশ্য স্পর্ষে প্রিয়তমা।
যেখানে রয়েছে প্রেম
মধূর সঙ্গীতের মতো।
যেখানে রয়েছে সূধা
অমর কবিতার মতো।
যেখানে রয়েছে শীত
ভাপা পিঠার ধোঁয়ার মতো।
যেখানে রয়েছে স্রোত
দশটি কর্ণফুলির মতো।
যেখানে রয়েছে দ্রোহ
একটা শক্তিশালী ভূমিকম্পের মতো।
কেঁপে কেঁপে উঠি তোমার চোখের বাঁকা স্পর্ষে, প্রিয়তমা।
যেখানে রয়েছে অধরা স্বপ্নগুলো্।
যেখানে রয়েছে তিন হাজার প্রজাপতির পাখনা।
যেখানে নাচে কয়েকশত ময়ূর প্রিয়তমা।
যেখানে আছে শুধু হারিয়ে যাবার পবিত্র আহ্বান।
যেখানে রয়েছে এমন অবাক জাদু..
যা কিছুতেই অতিক্রম যায় না এক সহস্র জীবনে।
যেখানে মৃত্যুর মতো সময় এসে থমকে দাড়ায় ! হায় !
যেখানে বুকের রক্ত ছলকে উঠে ,
লাফিয়ে বেরোয় হৃদয়খান
তোমাকে জড়িয়ে পাখি হবে বলে।
ঝিনুকের মতো আমি , শক্ত আবরনের তলে
মুক্তোর মতো তোমাকে জমিয়ে রেখেছি।
ধীরে ধীরে সিক্ত হও...
তোমার সাধারন মূর্তিকে করে তুলি
আমার প্রেমের প্রতিমা।
দু চোখ বন্ধ করে প্রশান্ত অশান্ত আমি
লই, ঘন নি:শ্বাস -
তুমি খন্ড খন্ড করো , লন্ড ভন্ড করো
তোমার প্রিয়তম সুনীল আকাশ।
©somewhere in net ltd.