![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
দু'হাতে একটানে ছিড়ে ফেলি
মেঘের দল-
পর্বতের চূড়ান্ত চূড়ায়
বৃন্ত ছোঁয় তরল।
বিজলি চমকে ওঠে
বিশাল জিহ্বার মতো-
গেঁথে দাও নাভীতে,অমর সঙ্গীত
মুছে দাও হৃদয়ের ক্ষত।
সারা দেহে অবাধ্য
ফুলের সুবাস-
পাহাড় ও মেঘের প্রেম
তীব্র সহবাস।
প্রতীক্ষা ছিলো এর
সহস্র বছর-
দু'জন দুজনাকে পেয়ে
দু'জনে নাছোড়।
মাখামাখি হতে হতে
মাটি ও জল-
ছন্দিত ঝর্ণার রূপ পায়
শান্ত কোমল।
গিরিখাত বেয়ে বেয়ে
গুপ্ত গুহায়-
জলের শঙ্করন চলে-
পাতায় পাতায় ।
ঘুমন্ত আগ্নেগিরি, ছলকে ছলকে করে
অগ্নু্তপাত-
সোহাগে সোহাগে কাটুক
চন্দ্রিমা রাত।
তোমার চাহনি খুবই ইঙ্গিতময়-
আমার হৃদয়, আহা সঙ্গীতময় !!
©somewhere in net ltd.