নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

>>>>>>আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.

আবদুল্লাহ-আল-মাসুম › বিস্তারিত পোস্টঃ

আমার নতুন গানের রেকডিং ১৩ বছর পর

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৭

গতকাল রাতে ঘুমাই নি।

ঘন্টা তিনেক লেগেছে মনের মতো একটি গান লিখে , সুর করতে।

গান লেখা তেমন কঠিন কিছু নয় আমার কাছে।

সুর টা ততটা সাবলীল ছিলো না।

গতকাল খুব তৃপ্তি বোধ করেছি,

সুরের যে সাবলীল স্তরে আমি পৌছতে চেয়েছি।

একটু একটি করে ঈশ্বর আমায় সেখানে নিয়ে এসেছেন।







১০ বছর হলো গান নিয়ে কাজ করছি।

১২ বছর কেটে গেছে গানের কথা লিখতে লিখতে।



আমি হয়ে উঠেছি জ্বলজ্যান্ত একটি গানের ফ্যাক্টরি।





আমি জানি ,

সে জানে না ।

কখনো হয়তো কল্পনাও করতে পারে না।

আমি তাকে ভেবেই লিখছি।

হঢয়তো এর আগে আমিও কখনো ভাবি নি, তাকে ভেবে লিখবো।

বা আমার ভেতরে তার হাসি মুখটাই গানের ভেতর দিয়ে ফুটে উঠবে..











‍‌চাই না চাই না চাই না..

বিনা পাসপোর্টে তোমার হৃদয়ে

করতে পরিভ্রমন-

মূহুর্ত চমকে আন্দোলিত হয়ে

পেতে ক্ষণিকের শিহরন।

মিথ্য ছলনায় ভন্ডামি করবো না

হ্যা, তোমাকেই খুঁজছে মন।

তুমি যে আমার অনেক ভেতরের

তীব্র কঠিন প্রয়োজন।





হলফ করে বলতে পারি সুরটা অনেক সহজতর আর সুন্দর।

ক্যাম্পাসে ক্যাম্পাসে ছেলে মেয়েরা গাইবে গীটার বাজিয়ে।



৫ টা কর্ড এ পুরো গান,

কিন্তু, কন্ঠে অনেক অভিনয়।

গায়কীতে অনেক মজার মজার কাজ।



আহা--সৃষ্টিতে এতো আনন্দ কেন ?

প্রিয়তমা নারীর ঘণিষ্ট সান্নিধ্যেও হয়তো ততটা নেই।



মধূর একটা ব্যাথায় বুকটা ভরে যায়- যখন একটি অমর সৃষ্টি আমি করি।

লাভিং দ্যা ইউনিক ফিলিংস ।



মজার একটি তথ্য দেই ২০০১ সালে আমার কথা সুরে একটা গানের রেকডিং আর ভিডিও করেছিলাম।

চ্যানেল আই , ফাল্গুন মিউজিক, বৈশাখি তে প্রচারিত হয়েছিলো।

দীর্ঘ ১৩ বছর পর আবার রেকডিং এ ঢুকবো ভাবছি।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.