নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

>>>>>>আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.

আবদুল্লাহ-আল-মাসুম › বিস্তারিত পোস্টঃ

এক সময়ে অভিনয় এর ওপর ক্লাস করাতাম

১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

এক সময়ে অভিনয় এর ওপর ক্লাস করাতাম।

উচ্চারন, এক্সপ্রেসন, পজ, প্রজেকশন,

বডি ল্যাংগুয়েজ, কিছু এক্সারসাইজ, মুখের ব্যয়াম,

সারগাম, ক্যামেরা শট সম্পর্কে ধারনা, মেকাপ সম্পর্কে ধারনা,

সাবলীলতা, টোন, ক্যারেক্টার মেকিং , শিডিউল ও শুটিং এ কর্তব্য জ্ঞান - এ সমস্ত ২৪ টি ক্লাসে শিখাতাম।



কিছু ছেলেমেয়ে তৈরি করেছি - যারা এখন পপুলার।

সবার নাম বলতে চাই না।

তবে যারা তেমন একটা পপুলার হতে পারে নাই- এরকম কয়েকজনের কথা বলতে পারি।





আফরোজা কাজ করছে বিটিভিতে ভিডিও এডিটর হিসেবে বিটিভিতে ।

Click This Link

জাকারিয়া কে কাজ করিয়েছি উপস্থাপক, এবং কন্ঠশিল্পী হিসেবে।

সারগামটা শিখেয়েছি আমি , এডিটিং এবং সংগীতের।

কাজ করছে জি টিভিতে ।

http://www.youtube.com/watch?v=pjxAMOT8Ya4



নাবিলা রিফাত এখন বড় হয়ে গেছে অনেকটা ।

তখন ছিলো শিশু শিল্পী

http://www.youtube.com/watch?v=fpI40_gOB60



নেভি বগুড়ার মেয়ে ।

অনেক দূরান্ত থেকে এসেছিলো আমার কাছে ।

২৪ টি ক্লাস শেষ হবার আগেই তাকে কাজ করাই বেশ কিছু ভিডিও আর টেলিফিল্মে।

http://www.youtube.com/watch?v=RzqsqUfe5Mk



তারেক রাজা কাজ মডেল হয়েছে ১০ টি বিজ্ঞাপনে

পাশাপাশি গানেরও মডেল

http://www.youtube.com/watch?v=x2VYMAQDGYU



বাংলাদেশের প্রথম পূর্নাঙ্গ কবিতার ভিডিও এলব্যাম আমার নির্দেশনায় করা

ড: আজিজের প্রথম ক্যামেরার সামনে দাড়ানো আমার ই একটা ফিলার সং

যেটা নির্মান করেছিলাম শিশু শিক্ষাকে উতসাহিত করে।

শিক্ষক মানুষ , শিক্ষকের চরিত্রে ..হা হা

http://www.youtube.com/watch?v=rpgjI2xsIfg

http://www.youtube.com/watch?v=_1zD2cUVc7E





পিটার শেন প্রথম কাজ করেন আমার নির্দেশনায় , পরবর্তেতে বিভিন্ন টিভি চ্যানেল তাকে ব্রেক দেয় ।

এই ভদ্রলোক নিউইয়র্কের একজন শিল্পী।

বিভিন্ন েেশের রানীদের মেকাপ করার সুযোগ তার হয়েছে।

মেকাপম্যান কাম সিংগার।

মজার।

http://www.youtube.com/watch?v=tDLzpx7U0qg



http://www.youtube.com/watch?v=uUzgxXIq0gM





নিউজ প্রেজেন্টার তূর্যা রিজাউল কথা এখন এশিয়ান টিভি থেকে যমুনার পথে ..

শারমিন আখি সংবাদ পাঠক ৯ বছর চ্যানেল আই তে।

মেহেদি হক রনি বানাচ্ছে সিরিয়াল।

বাকি,সুমন, রেজা , মশিউর ক্যামেরা পার্সন।

ক'জনের কথা বলবো >?.. নাম মনে পড়ে না।





যারা বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে - আমি খুশি।

যারা হতে পারে নি - তারা হবে নিশ্চই।



এতসব বলার উদ্দেশ্য এই যে- কেউ অসাধারন প্রতিভাবান হয়ে জন্মায় না।

যেমন উল্লেখ্য সবাই ছিলো ভীষণ সাধারন মানুষ।

কিন্তু, তাদের চেষ্টা আর স্বপ্নটা ছিলো অ সাধারন।



প্রতিভা যদি থাকে , লুকিয়ে রাখার কিছু নাই।

চেষ্টা করলে - একসময় প্রতিষ্ঠা আসবেই।



প্রতিষ্ঠাটা সব নয়।

বড় হলো

বড় হবার জন্য , প্রতিষ্ঠিত হবার জন্য লড়াই টা।

চালিয়ে যাও।

আমার শুভকামনা রইলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.