![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
এটি গাজীপুরের একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দূরে সরিয়ে রাখা যাবে না।
সরকারের ঢিলে ঢালা বরাদ্ধ , করবো/ করছি / এই তো হচ্ছে মনোভাব ছেড়ে যেদিন থেকে
নতুন একটি সুইফট এ্যাকশন সেল গঠন করে ইমার্জেন্সি ফান্ড ১০০০ কোটি টাকা দেয়া হবে আর
জরুরী সমস্যাগুলোর সমাধান করা হবে চটপট - সেদিন বুঝবো- প্রধাণমন্ত্রী সহ ৫০ টা মন্ত্রী সত্যি এবার আন্তরিক হয়েছে।
আন্তরিকতাই প্রমান করবে
কে সেবক আর কে শাসক !!
আমার কথার সুরে মনে হতে পারে -
আমি মনে হয় বিরোধী দলের হাত ধরেছি ।
তা নয়।
আমি সাধারন মানুষের কান্নাটা ফিল করেছি।
সরকারের শুভাকাঙ্খী হয়ে প্রস্তাব করলাম একটা নতুনতর সমাধান।
দেখি
প্রধানমন্ত্রী কি করেন ?
ক্ষুদ্র বলে আমার প্রস্তাব ফেলে দেন-
না কি
মানুষের প্রতি ভালোবাসাটা দেখে আমাকে বুকে জড়িয়ে নেন >?
©somewhere in net ltd.